ডিমলায় শুভ জন্মাষ্টমী ২০১৬ উদযাপন।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:


নীলফামারীর ডিমলা উপজেলায় উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে নানা বিদ কর্মসূচীর মধ্যে দিয়ে বৃহস্পতিবার সকালে দিবসটি উদযাপন করা হয়েছে। এসক কর্মসুচী হলো বর্ণাঢ্য শোভা যাত্রা, গীতা পাঠ, আলোচনা সভা, পূর্জা আর্চনা, প্রার্থনা এবং প্রসাদ বিতরন। সকাল ১০ টায় ডিমলা গীতা আশ্রম প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে পুরো শহর প্রদক্ষিন শেষে আশ্রম চত্তরে র‌্যালী সমাপ্ত হয়ে উপজেলা পূর্জা উদযাপন কমিটির সভাপতি বাবু মোহিত কুমার সিংহ রায়ের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী -১ জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার।আলোচনা সভায় বক্তব্য রাখেন  উপজেলা পূর্জা উদযাপন কমিটির সাবেক সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সম্পাদক নিরেন্দ্রনাথ রায়,  সদস্য বাবু শৈলেন চন্দ্র রায়, বাবু সন্তোষ কুমার মৈত্র, প্রভাষক অমিয় ব্যানার্জী, প্রভাষক হরিদাস চন্দ্র রায়, ইউপি সদস্য নিত্যানন্দ দেব অধিকারী,স্বপন কুমার বিশ্বাস, অবিলাশ চন্দ্র দাস, অজিত কুমার রায় প্রমুখ।প্রধান অতিথি ও সভার সভাপতি তাদের বক্তব্যে বলেন কৃষ্ণ মথুরার রাজপরিবার যাদব বংশের বসুদেব ও দেবকীর অষ্টম পুত্র। মথুরার রাজা মহারাজ উগ্রসেন সম্পর্কে দাদু, সে সূত্রে কংস দেবকীর ভ্রাতা হন। কংস অত্যাচারী হলেও ভগ্নী দেবকীকে খুবই ভালবাসতেন এবং যাদব বংশের আরেক রাজ পুত্র বসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর কংস শখ করে বোন আর ভগ্নিপতিকে নিয়ে রথে চড়ে নগর পরিকক্রমায় বের হলে কংস দৈববাণীতে শুনতে পান যে দেবকীর অষ্টম গর্র্ভের পুত্রসন্তানই তাঁকে বধ করবে। বক্তারা আরও বলেন মানুষে মানুষে হিংসা বিদেশ, খুনাখুনি এসব ভ্যান্ত পথ ছেড়ে সুন্দর শান্তিময় জীবন গড়ে তুলতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে কাজ করি।


আলোজনা শেষে দেশ ও জাতীর কল্যান কামনায় বিশেষ প্রার্থনা ও পূর্জা আর্চনা ও প্রসাদ বিতরণ করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 1808218081196150123

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item