ডিমলায় ১৩ জুয়ারীর জরিমানা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৩ আগষ্ট॥
ডিমলা উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৩ জন জুয়ারীকে আটক করে জরিমানা করেছে। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নীলফামারীর ডিমলা উপজেলার নিবাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র রায়  প্রত্যেককে ৬শ করে টাকা জরিমানা করেন । এদের ডিমলা বাজারে জুয়া খেলার সময় আটক করা হয়।

১৩ জুয়ারী হলো উপজেলার  পুর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র সুলতান (৪৫), একই এলাকার মৃত মহির উদ্দিনের পুত্র জুয়েল উদ্দিন (৩৮), মৃত বানু মিয়ার পুত্র তৈযা (৫০),  মৃত্য কামালের পুত্র লেবু (৪৫), আশরাফ মন্ডলের পুত্র আবু বক্কর সিদ্দিক (৩৮)। ডিমলা সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া গ্রামের মৃত্য জহুরুল ইসলামের পুত্র আজিজুল ইসলাম (৩০), একই এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মজনু মিয়া (২৮), , আব্দুল মজিদের পুত্র জামিয়ার রহমান (৩৬),মৃত্য সহিদ উদ্দিনের পুত্র লেবু মিয়া (৩৬) বাবুরহাট গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র সহিদুল ইসলাম জীবন (৪৪), মৃত্য শারদা চন্দ্র রায়ের পুত্র বাবুল চন্দ্র রায়(৩৫), উত্তর তিতপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের পুত্র বাবুল হোসেন (৩৬) দক্ষিন সুন্দরখাতা গ্রামের ইব্রাহিম হোসেনের পুত্র শেখ ফরিদ (২৫)। ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 947072038205563223

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item