ডিমলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণমিছিল ও সমাবেশ।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
“নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে লড়তে হবে সবাইকে, সন্ত্রান ও জঙ্গীবাদের বিরুদ্ধে লড়তে হবে এক সাথে”  এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় বুধবার সকালে ১৪ দলের আয়োজনে উপজেলা আ’লীগ কার্য্যালয় চত্তর হতে নাশকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্র্মূলের উদ্দেশ্যে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোপ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে উপজেলা ১০ টি ইউনিয়নের সরকার দলীয় নেতাকর্মী ও সর্বস্থরের সচেতন জনগন, ডিমলা উচ্চ বিদ্যালয়, মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অংশগ্রহন করেন। সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি বাবু শৈলেন চন্দ্র রায়, সাধারন সম্পাদক আনোয়ারুর হক সরকার মিন্টু, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহিত কুমার সিংহ রায়, উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক নিরেন্দ্রনাথ রায়, জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সায়েম সরকার, সাধারন সম্পাদক জালাল উদ্দিন স্বাধীন, খগাখড়িবাড়ী ইউনিয়ন আ’লীগ সভাপতি হামিদুল ইসলাম, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি আব্দুর রশিদ লেবু প্রমুখ। 
সভায় বক্তারা কৃষক, শ্রমিক, ছাত্রজনতা সকলকে ঐক্যবদ্ধ ভাবে ৭১ এর ন্যায় দৃঢ় মনবল নিয়ে সন্ত্রাসিদের নির্মূলের পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, ডিমলা থানার অফিসার ইনর্চাজ মোয়াজ্জেম হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, ওলামালীগ সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা আ’লীগ মহিলা নেত্রী গুলশেনে আরা বেগম, সাবেক ছাত্রলীগ সভাপতি ফেরদৌস পারভেজ, সাধারন সম্পাদক বাবু উত্তর কুমার রায়, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক এম বুলবুল আহম্মেদ বুলু, আব্দুর রউফ, ফজলুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবগ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।




পুরোনো সংবাদ

নীলফামারী 384415281531154986

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item