ডিমলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ!

নিজস্ব প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় ডিমলা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সুষ্টভাবে পরিচালনার জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসীল গত ২১/০৭/২০১৬ ইং তারিখ ডিমলা উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজল চন্দ্র রায় ঘোষনা করেন। তফসীল অনুযায়ী টেপা খড়িবাড়ী ক্লাস্টারের অর্ন্তভূক্ত ছোটখাতা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ০১/০৮/২০১৬ ইং তারিখ খোসড়া ভোটার তালিকা প্রনয়ন ০৭/০৮/২০১৬ ইং তারিখ নোটিশ বোর্ডে খোসড়া ভোটার তালিকা প্রকাশ, সংশোধন ও ১০/০৮/২০১৬ ইং তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধায্য থাকলেও উদ্দেশ্য প্রনোদিত ভাবে গোপনে ভোটার তালিকা চূড়ান্ত করে প্রধান শিক্ষক জিয়াউর রহমান সহকারী শিক্ষা অফিসারের কাছে অনুমোদন করিয়ে নিয়ে ১৬/০৮/২০১৬ ইং তারিখ বিদ্যালয়ের সীলসই বিহীন ফটোকপি করা মনোনয়ন পত্র বিতরণ করেন বলে অভিযোগ করেন ছোটখাতা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার তালিকায় বাদ পড়া ও মনোনয়ন পত্র ক্রয়কারী অভিভাবকগণ। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ দেওয়া মোঃ সবুর আলী, নূরল হক, মোঃ নজরুল, শ্রী দেবেন চন্দ্র, মোছাঃ মনোয়ারা, তমিনা বেগম, শিউলী বেগম, সেরিনা বেগম, রওশোনারা, সঞ্জুদেব নাথ ও তফিজুল ইসলাম-এর অভিযোগ আমাদের সন্তানেরা ছোটখাতা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত ছাত্র-ছাত্রী এবং তারা উপবৃত্তি ভোগ করে আসছে তা হলে কেন কোন উদ্দেশ্যে প্রধান শিক্ষক আমাদের কে ও আরো অনেক অভিভাবক কে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে সাজানো নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র করছে। তারা আরো বলেন আমরা এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় কে লিখিত অভিযোগ করেছি। তাদের দাবি উপজেলা শিক্ষা অফিসার যেন সুষ্ঠ তদন্ত পূর্বক অনিয়মের এ ভোট বন্ধ করে তাদের নাম ভোটার তালিয় অর্ন্তভূক্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যস্থা গ্রহণ করেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসারের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন আগামী ২১ আগষ্ট রবিবার উক্ত বিদ্যালয়ে গিয়ে তদন্ত পূর্বক ভোট বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7715593898975853949

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item