বসুন্ধরা সিটিতে ফের আগুন। আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের ২০ ইউনিট

ডেস্কঃ
বসুন্ধরা সিটিতে ফের আগুন লেগেছে।বেলা ১১টা ২৩ মিনিটের দিকে ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত।প্রায় সারে তিন ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের আগুন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, তাদের ২০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সাংবাদিকদের তিনি বলেন, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। আগুন নেভানোর ব্যাপারে সিটি করপোরেশনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে সহায়তা করা হচ্ছে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান বলেন, আগুন নেভাতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কমপ্লেক্সের ছাদের ওপরে ৮-১০ জন লোক আটকে পড়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে।
বসুন্ধরা সিটিতে আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের ২০ ইউনিট
টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা ফুটেজে দেখা গেছে, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ভেতর থেকে বিরামহীনভাবে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন।
আগুন লাগার পর শপিং কমপ্লেক্সের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ঘটনাস্থলে জড়ো হয়েছে হাজারো মানুষ।
ভবনটির ৭তলার কাপড়ের দোকান ইনফিনিটির এক কর্মী জানান, ৬ তলায় একটি জুতার দোকানে আগুন লেগেছে। কর্তৃপক্ষের নির্দেশে তারা সবাই বেরিয়ে এসেছেন।
২০০৯ সালের ১৩ মার্চ এই শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই অগ্নিকাণ্ডে ৭ জন নিহত হয়েছিলেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 6746445501385017707

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item