‘যারা লাশের ওপর বসে চা কফি খায়, তারা কোন মুসলমান ?’- আসাদুজ্জামান নূর

বিশেষ প্রতিনিধি ১২ আগষ্ট॥
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গুলশানে হামলাকারীদের সমালোচনা করে বলেছেন,‘যারা ২০জন অসহায় মানুষকে হত্যা করে লাশের ওপর বসে চা কফি খায়, রক্তাক্ত হোটেলে বড় চিংড়িমাছ দিয়ে ভাত খায় তারা কোন মুসলমান ?’ ইসলামের অপব্যাখা দিয়ে একটি চক্র স্কুল কলেজের শিক্ষার্থীদের জঙ্গি বানিয়ে আজ মানুষ হত্যা করছে। এদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হবার আহবান জানান তিনি।
আজ শুক্রবার বিকেলে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ট্রাক ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ভালো আছি, সকলে আরো ভালো থাকতে চাই। বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছে। এখন আমাদের কাজ হবে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর চেতনায় দেশটাকে এগিয়ে নেয়া। কিন্তু স্বাধীনতা বিরোধীরা সেটাকে সহ্য করতে পারছে না। তারা বঙ্গবন্ধুকে হত্যা  করছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে, জঙ্গী সৃষ্টি করে গুলশান শেলাকিয়ায় হামলা চালিয়েছে। তারা ইসলামের শত্রু।
নীলফামারী জেলা ট্রাক ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী রীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, নীলফামারী চেম্বার অব কমার্স এ- ই-াস্ট্রির সভাপতি এসএম সফিকুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী, জেলা কাভার্ট ভ্যান মালিক গ্রুপের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, সাধারণ সম্পাদক মোফাক্ষারুল ইসলাম, জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা ট্রাক ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম রসুল মহব্বত,  জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবুদ্দৌলা জকি প্রমুখ।
এসময় মন্ত্রী শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ঐক্য আমাদের শক্তি, শ্রমিক সংগঠনের মধ্যে কোন ভেদাভেদ চাইনা। সকলে মিলে একটা সুন্দর এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই আমরা।
সভায় জেলার ছয় উপজেলার ট্রাক ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5419000736303418160

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item