তিস্তার পানি এখন গ্রামের ভেতর দিয়ে বয়ে চলছে

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৮ জুলাই॥
তিস্তা নদীর বন্যা ও ভাঙ্গন পরিস্থিতি উন্নতি হয়েছে। উজানের ঢলে কমে আসায় আজ বৃহস্পতিবার সকাল থেকে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে  বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নদীর গতিপথ পাল্টে যাওয়ায় উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি,পূর্বখড়িবাড়ি মৌজার ১৬ গ্রামের ভেতর দিয়ে তিস্তা নদীর পানি এখনও প্রবাহিত হচ্ছে। ফলে ওই সব গ্রামের ১৫ হাজার পরিবারের ঘরবাড়ি ,হাটবাজার স্কুল বানের পানিতে তলিয়ে রয়েছে।
এদিকে তিস্তার ভাঙ্গনে বসতভিটা হারিয়ে  তিস্তার চেয়ারম্যানপাড়া বাঁধ, বার্নিরঘাট বাঁধ, দক্ষিন খড়িবাড়ির যৌথবাঁধ, গ্রোয়েন বাঁধ, চেয়ারম্যানের গ্রোয়েন বাঁধ, তিস্তার বাজার বাঁধ ও কোলম্বিয়ার  বাঁধে আশ্রয় নিয়ে রয়েছে ১ হাজার ৩৫০ পরিবারের প্রায় ৭ হাজার মানুষ। বানভাসীর ভাড়ে তিস্তার ডানতীর বাঁধগুলো গিজগিজ করছে। তারা কোন রকমে টিনের চালা উঠিয়ে গবাধী পশু সহ পরিবারের সদস্যরা দিন রাত অতিবাহিত করছে। এরা সকলে ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ির তিস্তা নদী বেষ্টিত গ্রামের বাসিন্দা। গত দুইদিন ধরে বৃস্টির না  থাকায় বাঁধে আশ্রিতদের কিছুটা দুর্ভোগ কমেছে।
নীলফামারী  ডালিয়ায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাবাভাস ও সতর্কিকরণ কেন্দ্র সুত্র মতে বৃহস্পতিবার সকাল থেকে তিস্তা নদীর পানি তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ৩০ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ওই পয়েণ্টে বুধবার বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তা নদীর পানি প্রবাহিত হয়েছি। এর আগে বিপদসীমার ৩০ ও ২৫ এবং ১৭ সেন্টিমিটার উপরে ছিল টানা ১৫ দিন। এদিকে মুল নদীতে পানি কমলেও গতিপথ পরিবর্তনে তিস্তা ব্যারাজের উজানের গ্রাম গুলো দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও ত্রান মন্ত্রনালয়ের উদ্দ্যেগে বাধে আশ্রিত ১৮৩টি পরিবারের মাঝে শুকনা খাবারের প্যাকেজ বিতরন করা হয়। এসব খাবারের মধ্যে রয়েছে ৫কেজি চাল, মশুর ডাল, লবন, সোয়াবিন তেল, মুড়ি চিড়া, চিনি ১ কেজি করে, দিয়াসালাই ও মোমবাতি ১ বান্ডিল। এসব ত্রান বিতরন করেন ডিমলা উপজেলা নির্বাহী  কর্মকর্তা রেজাউল করিম। এ সময় সহকারী কমিশনার ভুমি মিল্টন চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ, সংশ্লিষ্ট ইউপি উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8554054579983225305

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item