প্রথম ছিটমহলমুক্ত দিবস পালন উপলক্ষ্যে অধুনালুপ্ত ছিটমহলে ব্যাপক প্রস্তুতি

ডেস্কঃ(তথ্য মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা ও জয়নাল আবেদিন)

২০১৫ সালের ১ আগষ্ট । বাংলাদেশ ও ভারত দুই অংশেই বিলীন হয়েছিল ছিটমহল নামের বন্দিশালাগুলো। উড়েছিল মুক্তির লাল-সবুজ পতাকা। মুক্তি মিলেছে এসব বন্দিশালায় দুঃসহ জীবন কাটানো প্রায় অর্ধলাখ মানুষের। আজ সোমবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার(১ আগষ্ঠ) প্রথম মুক্তদিবস বাষির্কী হিসেবে পালন হতে যাচ্ছে দেশের অভ্যন্তরে থাকা ১১১টি সাবেক ছিটমহল (বিলুপ্ত ছিটমহল) গুলোতে । প্রথম ছিটমহলমুক্ত দিবস পালন উপলক্ষ্যে প্রতিটি ছিটমহলে ব্যাপক প্রস্ততি শুরু হয়েছে। ঘরে ঘরে বইছে আনন্দের বন্যা। তারা এখন সম্পূর্নরূপে বাংলাদেশের নাগরিক। পরিচয়হীনতার গ্লানিমূছে গেছে।বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল ২০১৫ সালে ৩১ জুলাই মধ্যরাতে স্থলসীমান্ত ও ছিটমহল বিনিময় চুক্তির অধিনে ছিটমহল গুলো হস্তান্তর হয়। পঞ্চগড়ের অধুনালুপ্ত গারাতি ছিটমহলের চেয়ারম্যান মো. মফিজার রহমান জানালেন, রবিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে প্রতিটি ছিটমহলে বিদ্যূৎতের আলো ও একই সাথে প্রতিটি বাড়িতে মোমবাতি ও হিন্দু বাড়িতে  মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে প্রথম বর্ষ পালন করা হবে। রাত ১২টায় বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে নতুন বাংলাদেশের নাগরিকরা ছিটমহলে তাদের নানা আনুষ্ঠানিকতা শুরু করবে।সূর্য ওঠার পর সকালে বিলুপ্ত ছিটমহল মুক্তদিবস পালনে দিন ব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।কর্মসূচীর মধ্যে রয়েছে,জাতীয় পতাকা উত্তোলন,আনন্দ র‌্যালি,মিলাদ মাহফিল,লাঠি খেলা,জারি গানের আসর ইত্যাদি।নীলফামারীর ডিমলায় ৩১ নং অধুনালুপ্ত নগর জিগাবাড়ির সভাপতি রফিকুল ইসলাম জানান,রবিবার সকাল ১০.টায় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আয়োজনের উদ্বোধন করা হবে।তিনি জানান,দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে আনন্দ র‌্যালি,মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন তারা।//

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 6064131480676518083

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item