সৈয়দপুরে মৎস্যজীবীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৩০ জুলাই॥
নীলফামারীর সৈয়দপুরে মৎস্যজীবীদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় এসব পরিচয়পত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে সৈয়দপুর জ্যেষ্ঠ উপজেলা মৎস্য দপ্তর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ আলহাজ মো. শওকত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রওনক জাহান রিনু এবং নীলফামারী জেলা মৎস্য কর্মকর্তা শাহ জাফর ইমাম সাদেক। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল।সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম, মৎস্যজীবী শ্রী তুলশী চন্দ্র দাস ও শ্রী কেশব চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচলনা করেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. আব্দুল কাদের। অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ২২৫ জন মৎস্যজীবীর মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ মো. শওকত
চৌধুরী মৎস্যজীবীদের হাতে পরিচয়পত্র তুলে দেন।অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং উপজেলা পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 1506329344913377938

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item