রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও স্বজনদের মধ্যে সংঘর্ষ

হাজী মারুফ,রংপুর ব্যুরো:
রংপুর মেডিকেল কলেজ (রমেকে) হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় মনির হোসেন মন্টু (৪২) নামে স্থানীয় এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তার স্বজনেরা।বুধবার (২০ জুলাই) এই ঘটনায় পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। নিহত মনির রংপুর খামারপাড়া গ্রামের গনি মিয়ার ছেলে।পুলিশ জানান, মনির হোসেন মন্টু মিয়া ঢাকা থেকে রংপুর ফেরার পথে বুধবার সকালে অজ্ঞানপার্টির খপ্পরে পরে। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।এ ঘটনায় নিহতের স্বজনরা ভুল চিকিৎসা ও অবহেলার কারণে মন্টুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। এর জের ধরে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা কাটা-কাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরেন তারা।মন্টুর স্বজনরা তাদের মারধর করেছেন বলে অভিযোগ করেছেন চিকিৎসকরা। এ ঘটনায় চিকিৎসকেরা হাসপাতালের পরিচালকের রুমের সামনে বিক্ষোভ করেন। চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ধর্মঘটের হুমকি দেন তারা।অপরদিকে মন্টুর মৃত্যুর ঘটনায় নগরীর শাপলা চত্বর এলাকার রাস্তা আধাঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।ংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। উভয় পক্ষের অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 2550499770763085343

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item