পাগলাপীরে জমছে কাউন্টার ব্যবসা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
ঈদ উৎসবকে ঘিরে জমে উঠেছে রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে ঢাকা চট্টগ্রাম সিলেট কুমিল্লা ফেনি খুলনা ও বরিশাল সহ বিভিন্ন প্রান্তগামী টিকিট কাউন্টারের ব্যবসা। তবে আকষ্মিক ভাবে টিকিটের মূল্য বৃদ্ধি পাওয়ায় হাপিয়ে উঠেছে রিক্সা ভ্যান চালক গার্মেন্টস কর্মীসহ নি¤œ আয়ের কর্মজীবি যাত্রীরা। জানাগেছে গত ৭ জুলাই ২০১৬ অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতর উৎসবে নাড়ীর টানে বাড়ি ফেরা কর্মজীবি মানুষরা পরিবার পরিজন আপন জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা শেষে কর্মস্থলে ফিরে যাওয়ার পালায় জমে উঠেছে পাগলাপীর বন্দরের বিভিন্ন টিকিট কাউন্টারের ব্যবসা। পাগলাপীর সহ  অঞ্চলের কর্মজীবি শ্রম জীবি এইসব নারী পুর”ষ যাত্রীদের কর্মস্থলে ফিরে যাওয়ার প্রতিযোগীতার সুযোগ বুঝে কাউন্টার ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছেন বাড়তি টাকা। অনেকের পক্ষে দেওয়া সম্ভব হলেও বিপাকে পড়েছেন রিক্সা ভ্যান গার্মেন্টসসহ কর্মজীবি শ্রমিক যাত্রীরা। অথচ ক’ দিন আগে এইসব কাউন্টারের সামনে ব্যবসায়ীরা ঢাকা চট্টগ্রাম সিলেট কুমিল্লা ফেনী খুলনা বরিশাল সহ নানান গন্তব্য স্থানের কথা বলে গলা শুকিয়ে টিকিট বিক্রি করতে দেখা গেলেও যাত্রীদের হুড়াহুড়িতে কাউন্টার ব্যবসায়ীদের দিনকাল এখন চলছে পোয়া বারো। সরেজমিনে ঘুরে দেখা গেছে পাগলাপীর বন্দরে শ্যামলী, মায়ের দোয়া, হক, তাজ, নাদের ও পাগলাপীর সহ বেশ কয়েকটি রয়েছে কাউন্টার ব্যবসা প্রতিষ্ঠান। এইসব কাউন্টার থেকে প্রত্যহ সকাল সন্ধ্যা রাত্রি বেলায় যাত্রীরা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করছে। খোজ নিয়ে জানা যায়, পাগলাপীর বন্দরে এইসব কাউন্টার হতে বসুন্ধরা, শ্যামলী, নাবিল, খালেক, হানিফ, তাজ, নাদের, ডিপজল মাতৃছায়া সহ নানান বিলাস বহুল যাত্রী বাহী গাড়ি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করছে। ঢাকায় যেতে টিকিটের মূল্য দাড়িয়ে ৫০০, ইঞ্জিন বডি ৮০০ এবং সিটে বসে গেলে ১২০০/১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

পুরোনো সংবাদ

রংপুর 1106425361526303592

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item