পীরগাছায়২০টি চরাঞ্চল প্লাবিত, প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি

ফজলুর রহমান,পীরগাছা(রংপুর) ঃ

রংপুরের পীরগাছার দুটি ইউনিয়নের প্রায় ২০টি চরাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দী পরিবারগুলোর সদস্যরা খেয়ে না খেয়ে দিনযাপন করছে। একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভাঙ্গনের মুখে।
সরেজমিনে ঘুরে জানা যায়, উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়ন ঘেঁষে তিস্তা নদী বহমান। প্রতি বছর তিস্তার ভাঙ্গনে একাধিক পরিবার নিঃস্ব হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। দুটি ইউনিয়নে প্রায় শতাধিক পরিবার নদী ভাঙ্গনের কবলে পড়েছেন। পরিবারগুলো কেউবা বাঁধের রাস্তায় কেউবা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী উলিপুর ও সুন্দরগঞ্জ থানার বিভিন্ন স্থানে আত্মীয় স্বজনের জায়গায়। হঠাৎ ঘন ঘন বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুটি ইউনিয়নের প্রায় ২০টি চরাঞ্চল প্লাবিত হয়। এতে এক সপ্তাহ থেকে চরাঞ্চলের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে এবং শতাধিক একর জমির বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়। তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের রহমতচর, চররহমতচর, নামাচর, চরতাম্বুলপুর, সাহেববাজার, চরছাওলা কামারের হাট, জনতার বাজার, শিবদেব চর, মাঠের হাট, রামনিয়ারস্বর, গাবুড়ার চর, দক্ষিণগাবুড়া, চরপূর্বশিবদেবসহ প্রায় ২০টি চরাঞ্চল প্লাবিত হয়। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত চরপূর্বশিবদেব সরকারী প্রাথমিক বিদ্যালয়টি তিনতলা ভবন তিস্তা নদী গর্ভে বিলীন  হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও চরাঞ্চলে অবস্থিত প্রায় ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানির কারণে লেখাপড়ায় বিঘিœত হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

পুরোনো সংবাদ

রংপুর 8445859261936588422

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item