মেধাবী ছাত্রী আশা বাচঁতে চায়!

হাজী মারুফ

প্রত্যেক শিশুর জম্ম হয় কোন না কোন ভবিষৎ স্বপ্ন বাস্তবায়নের বিশাল বিশাল আশা নিয়ে । চাদঁ মামার সাথে মিতালী করে সুন্দর স্বমহিমায় জীবন ধারনের দ্বীপ্ত বাসনাও থাকে কারো কারো । রঙ্গীন চোঁখে আধাঁর-আলোর খেলায় নিষ্পাপ শিশুরা দুরন্তপনায় যখন উদ্দেলিত, উল্লেসিত তখন অমাবশ্যার ঘনঘটায় জীবন নামের প্রদীপ জ্বালিয়ে রাখতে জম্মের পর থেকেই যুদ্ধ চালাতে চালাতে আজ ভিষন ক্লান্ত হয়ে পড়েছেন রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের কেশবপুর বানিয়াপাড়া গ্রামের অভাগা-অভাগিনী দম্পত্তির কলিজার টুকরো ১২ বছরের সন্তান মোছাঃ আসমাউল হুছনা আশা নামের বৈরাগীগঞ্জ চহুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এ মেধাবী ছাত্রী। সেও এই সুন্দর সবুজ-শ্যামলা প্রকৃতিতে আরও ১০টি শিশুর মত জীবন ধারন করতে চায়। মা, মাটি ও মানুষের সংস্পর্শে সিক্ত আশা না ফেরার দেশে মোটেও যেতে চাননা। কিন্তু যে মরন ব্যাধি শরীরে বাসা বেধেঁ  তার সকল স্বপ্নকে বাধাগ্রস্থ করছে, তাও তার এখন মোটেও অজানা নয়।

পুরোনো সংবাদ

রংপুর 6425001887310763697

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item