শলেয়াশাহ্য় প্রতিপক্ষের হামলায় এক সংখ্যালঘুর স্বর্ণের দোকান ভাংচুর, লুটপাট- আহত ৩

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
জমি জমা কেন্দ্র করে রংপুরের গংগাচড়া থানার অন্তর্ভুক্ত খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ বাজারে এক সংখ্যালঘু  স্বর্ণ ব্যবসায়ীর দোকান ভাংচুর লুটপাট করেছেন প্রতিপক্ষ প্রভাবশালী লুতফর রহমান ও তার বাহিনীরা। প্রতিপক্ষের হামলায় স্বর্ণের দোকানের মালিক রনজিত কুমার ও তার দুই ভাই রতন, মানিক সহ আহত ৩ জন এবং প্রতিপক্ষরা ৫ভরি স্বর্ণ নগদ সাড়ে ৪ লক্ষ টাকা সহ পৌনে ৭ লক্ষ টাকা লুট করেছেন।রবিবার দুপুর সাড়ে ১২ টায় এ হামলা ভাংচুর লুটপাট ঘটনাটি ঘটেছে। আহদের মধ্যে মা মনি জুয়েলার্স নামে স্বর্ণের দোকান মালিক রনজিত কুমার রায়ের শরীরের বিভিন্ন স্থানে  ক্ষতবিক্ষত হওয়ায় বর্তমানে তিনি গংগাচড়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনা কেন্দ্র করে শলেয়াশাহ বাজারে দুদিন ধরে টানা টানা চরম উত্তেজনা বিরাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর বাছুর বান্ধা গ্রামের সংখ্যালঘু হোমেন্দ্র নাথ রায়ের পুত্র স্বর্ণ ব্যবসায়ী রনজিত কুমার রায় গত ২০১৩ইং সালে গংগাচড়া থানার অন্তর্ভুক্ত খলেয়া ইউনিয়নে লালচাঁদপুর গ্রামে মৃত খতিব উদ্দিনের পুত্র প্রতিপক্ষ প্রভাবশালী লুতফর রহমানের শলেয়াশাহ বাজারে হাইওয়ে রোড সংলগ্ন দোকান পজেশন ১ লক্ষ ৬৫ হাজার মুল্যে একশতক জমি ক্রয় করে সেখানে মা মনি জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান প্রতিষ্ঠান গড়ে তুলে ব্যবসা চালিয়ে আসছে। উক্ত দোকান পজেশনের জমি ক্রয় বিক্রয়ের এক দেড় বছর যেতে না যেতেই বিক্রেতা প্রতিপক্ষ লুতফর রহমান ক্রেতা র্স্বর্ণ ব্যবসায়ী রনজিত কুমার রায়কে জমি পজেশন দেবেন না, ওই জমি পজেশনের পরিবর্তে তিনি অন্য কোন স্থানে জমি পজেশন দিবেন বলে হুমকি ধামকি দিয়ে আসছেন। এতেও কোন সুফল না হওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ জমি পজেশন বিক্রেতা  লুতফর রহমান তারই জামাতা একই গ্রামের আব্দুল হাকিমের পুত্র আব্দুল সালাম ওরফে বাদশা সহ ১৫/২০ জন ব্যক্তি লাঠি সোঠা ধারালো অস্ত্র নিয়ে গতকাল দুপুর  ১২ টায় শলেয়া শাহ বাজারে উক্ত মা মনি জুয়েলার্স  স্বর্ণের দোকান প্রতিষ্ঠানটি ভাংচুর লুটপাট ও ব্যবসায়ী রনজিত কুমার সহ অন্যান্যদের উপর হামলা মারপিট করেন। সরেজমিনে গালিব, মিন্টু, প্রদীপ, রতন সহ  শলেয়াশাহ বাজারের লোকজন জানান, প্রতিপক্ষ লুতফর রহমান জমির পজেশন ফেরতের নাম করে তিনি দিনডাকাতি এবং সংখ্যালঘুর উপর অন্যায় অত্যাচার নির্যাতন করেছেন। আমরা এলাকাবাসী এই হামলা ঘটনার ন্যায় বিচার চাই। জমির পজেশন ক্রেতা ক্ষতিগ্রস্থ স্বর্ণ ব্যবসায়ী দোকান মালিক রনজিত কুমার রায় দাবী করছেন আমি টাকা দিয়ে জমি ক্রয় করেছি। আমি জমির পজেশন ফেরত দিবনা। তার দোকান প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তিনি প্রশাসনের দৃষ্টি কামনা করছেন। এ ঘটনার পর শেষ বিকেলে গংগাচড়া থানার এসআই মোঃ ফজলুল হকের নেতৃত্বে একদল পুলিশকে ঘটনাস্থলে তদন্ত করতে দেখা গেছে। অপরদিকে এ বিষয়ে গংগাচড়া থানার ওসি জিন্নাত হোসেন তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে  তিনি প্রতিনিধিকে আশ্বস্ত করেন।

পুরোনো সংবাদ

রংপুর 1709038699041694543

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item