সরকারি সকল অনুষ্ঠান বর্জন, গঙ্গাচড়ায় স্থানীয় সাংবাদিকদের সম্পর্কে ইউএনও’র কটুক্তি

সফিয়ার রহমান কাজল,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমন্বয় সভায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার স্থানীয় প্রতিনিধিদের সম্বন্ধে কটুক্তির মন্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। এ সময় প্রেসক্লাব সভাপতি সাজু আহম্মেদ লাল তার প্রতিবাদ করে ইউএনও দম্ভ স্বরে বলেন, আমাকে সরকার নিয়োগ দিয়েছে। আমি সরকারের চাকুরি করি। সাংবাদিকরা আমার নিয়োগ কর্তা না তাই তাদের সাথে ভাল আচরণের কোন প্রয়োজন নেই। পরে বিষয়টি সকল সাংবাদিককে অবহিত করা হলে, তাৎক্ষণিক গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজুর সঞ্চালনায় প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামানিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাকিরুল ইসলাম মন্টু, প্রেসক্লাব গঙ্গাচড়ার সহ-সভাপতি হাসান আলী, সাংবাদিক আব্দুল বারী স্বপন, ইউসুফ আলী বাপ্পী, বাবুল মিয়া প্রমূখ। সভায় আগামী তিনদিনের মধ্যে ইউএনও তার বক্তব্য প্রত্যাহার না করলে সাংবাদিকরা ইউএনও অপসারণের দাবিতে বৃহত্তর কর্মসূচী দিবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও তাৎক্ষণিক সরকারি সকল অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেওয়া হয়।

পুরোনো সংবাদ

রংপুর 5375571780292191291

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item