দেশে উন্নয়নের জোয়ার বইলেও পাগলাপীর খারুয়া বাধা সড়ক আজও পাকা হয়নি

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
সারাদেশ যখন ডিজিটালে পরিণত এবং দেশকে ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দেশ জুড়ে উন্নয়নের গণজোয়ার বইছে তখন রংপুর সদর উপজেলার প্রাণকেন্দ্র পাগলাপীর হতে খারুয়াবাধা বাজার নামক একটি জনগুরুত্বপুর্ণ কাচা সড়কে প্রায় ৩০ হাজার জনগোষ্ঠীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। স্বাধীনতার ৪৬ বছর পেরিয়ে গেলেও আজও পর্যন্ত হরকলি মোড় পাগলাপীর হতে খারুয়াবাধা বাজার নামক জনগুরুত্বপূর্ণ ৪ কিলোমিটার সড়কটি পাকা করণ হয়নি। সড়কটি কবে নাগাদ পাকা করণ হবে আজও জানেনা সড়কে চলাচলরত বিভিন্ন শ্রেনীর পেশাজীবি মহল সহ ভুক্তভোগী সাধারণ জনগণ। অথচ প্রতি ইউপি উপজেলা এমনকি জাতীয় সংসদ নির্বাচন এলে চেয়ারম্যান মেম্বার ও সংসদ সদস্য প্রার্থীরা সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও জয়লাভ করলেও আজও পর্যন্ত কোন চেয়ারম্যান মেম্বার সংসদ সদস্যরা পাকা করণের উদ্যোগ গ্রহন করেনি সড়কটির। জানাগেছে মমিনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী খারুয়াবাধা বাজার হতে বলরামপুর মহেশপুর দর্জি পাড়া বালাপাড়া হরকলি হয়ে বিশ্বরোড সংলগ্ন হরকলি মোড় পাগলাপীর ৪ কিলোমিটার কাচা সড়কটি। সড়কটিতে দিয়ে প্রত্যহ কার মাইক্রো অটো সিএনজি ভটভটি রিক্সা ভ্যান মটরসাইকেল সহ নানা হালকা পাতলা যানবাহ্ন ও শত শত নারী পুরুষ পথচারীরা চলাচল করে থাকে। অত্যান্ত দুঃখ জনক সত্য যে বর্ষা ভরা মৌসুমে একটু বৃষ্টিপাতের পানিতে এই জনগুরুত্বপুর্ণ সড়কটি কাদা পানিতে একাকারে পরিণত হওয়ায় সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের মালিক চালক সহ ভুক্তভোগী সাধারণ মানুষজনকে যাতায়াত করতে হয় চরম দুর্ভোগে। সরেজমিনে খারুয়াবাধা বাজার এলাকার বাসিন্দা সাবেক ছাত্রনেতা মোঃ ফরহাদ হোসেন চৌধুরী সহ সড়কে চলাচলরত ভুক্তভোগী বিভিন্ন মহল জানান, সড়কটি দীর্ঘদিন ধরে পাকা করণ হচ্ছে না, সড়কটি পাকা করণ না হওয়ায় বিশেষ করে বর্ষা ভরা মৌসুমে একটু বৃষ্টিপাতে সড়কটি কাদা পানিতে একাকারে পরিণত হওয়ায় চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়ছে সড়কটি। ফরহাদ চৌধুরী সহ ভুক্তভোগীরা জানান, সংসারে সহ নানা প্রয়োজনীয় কাজকর্ম আমাদেরকে নেকির হাট শলেয়াশাহ বাজার হয়ে দীর্ঘ ১০ কিলোমিটার পথ অতিক্রম করে পাগলাপীর কিংবা রংপুর শহরে যেতে হচ্ছে। আর এই দীর্ঘ পথ অতিক্রম করে পাগলাপীর রংপুরের প্রয়োজনীয় কাজকর্ম সেড়ে সাম্প্রতিকালে মহেশপুর খারুয়াবাধা ও নেকিরহাট এলাকার ৪ ব্যক্তি বাড়ি ফেরার পথে পাগলাপীরের অদূরে ঠাকুরপাড়া নামক স্থানে বিশ্বরোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির শিকার হয়েছেন। তাই যানজন দুর্ঘটনা ও দুর্ভোগের কবল থেকে রক্ষায় সড়কে চলাচলরত ভুক্তভোগী সাধারন মানুষজনের দাবী অবিলম্বে খারুয়াবাধা হতে হরকলি মোড় পাগলাপীর নামক ৪ কিলোমিটার কাচা সড়কটি পাকাকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 1243789912267689390

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item