সামান্য বৃষ্টিতেই পাগলাপীর বন্দর সহ আবাসিক পাড়া মহল্লার সড়ক কাদা পানিতে একাকার

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
ড্রেনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাতেই রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে হাইওয়ে সহ জনগুরুত্বপুর্ণ ৫টি সড়ক ও বন্দর সংলগ্ন বিভিন্ন আবাসিক পাড়া মহল্লার ভিতরে কাচা সড়ক কাদা পানিতে একাকারে পরিণত হয়েছে। এর ফলে পথচারী সহ ভুক্তভোগী পাগলাপীর বাসীকে  চরম দুর্ভোগে সড়কে চলাচল করতে হচেছ। ইতিমধ্যে পাগলাপীর বন্দরের জলঢাকা ডালিয়া বুড়িমারী পাগলাপীর সড়কের দক্ষিণ পার্শ্বে পানি নিষ্কাশনের জন্য সড়ক জনপদ বিভাগ কর্তৃপক্ষ ড্রেন নির্মান করায় ওই সড়কে চলাচলরত পথচারী সহ সাধারণ মানুষজনের মাঝে স্বস্তি  বিরাজ করলেও বাকী ৪টি সড়কসহ বন্দর সংলগ্ন বিভিন্ন আবাসিক পাড়া মহল্লার ভিতরে সড়কে পানি নিষ্কাশনের জন্য আজ পর্যন্ত কোন ড্রেনের ব্যবস্থা গ্রহন করা হয়নি। ফলে এ নিয়ে সড়কে চলাচলরত পথচারী সহ ভুক্তভোগী সাধারণ মানুষজনের মাঝে দুর্ভোগ আর অশান্তি বিরাজ করছে। জানাগেছে পাগলাপীর বন্দরের জনগুরুত্বপুর্ণ ৫টি সড়কের মধ্যে জলঢাকা ডালিয়া বুড়িমারী পাগলাপীর সড়কে সাম্প্রতিকালে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মান করা হলেও ৪টি সড়কের আজও পর্যন্ত পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেন নির্মান করা হয়নি। ফলে সামান্য বৃষ্টিপাতে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সহ বাকি ৪টি সড়কের দুধারে গড়ে উঠা ব্যাংক বীমা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে বৃষ্টির পানি আটকে পড়ে জলাশয় ডোবা কোথাও কোথাও কাদা পানি একাকারে পরিণত হওয়ায় পথচারী সহ সাধারণ মানুষজন দুর্ভোগে চলাচল করছেন। বিশেষ করে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের গোলচত্ত্বর হতে পেট্রোল পাম্প মোড়ের ওয়ালটনের শোরুম পর্যন্ত এবং লাহেড়ীর হাট শ্যামপুর সড়কের মেসার্স সুমন ইলেক্ট্রনিক্স এর দোকানের সামন হতে অরবিট স্কুল এন্ড কলেজ হয়ে হাসি শিশু শিক্ষালয় পর্যন্ত দুটি সড়কের ভয়াবহ অবস্থা ধারণ করছে। সামান্য বৃষ্টিপাতের পানিতে বিশেষ করে এ ২টি সড়কের হাটু পানি ¯্রােত বইছে কোন  কোন স্থানে। বৃষ্টিরপানি আটকে পরে জলাশয় ডোবা ও কাদা পানিতে একাকার হয়ে পরায় পথচারীদের চলাচলের জন্য সড়ক ২টি অযোগ্য হয়ে পড়েছে। একই অবস্থা বিরাজ করছে পাগলাপীর বন্দর সংলগ্ন ৩টি ওয়ার্ডের বিভিন্ন আবাসিক পাড়া মহল্লার ভিতরে কাচা সড়ক গুলিতে। তাই এ অবস্থার পরিত্রাণ থেকে পাগলাপীরের সর্বোপরী মহল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অত্র হরিদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন ও সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান সহ উর্ব্ধতন মহলের দৃষ্টি কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 7398571902229853765

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item