পঞ্চগড় জেলার বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের ভোটার তালিকার কাজ চলছে

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ

অবশেষে বাংলাদেশের নাগরিক হিসেবে বিলুপ্ত ছিটমহলবাসীরা ভোটার হতে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের ভোটার তালিকার কাজ শুরু হয়েছে।ভোটার হতে পারার কারণে ছিটমহলের বাসিন্দাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।পঞ্চগড় জেলার দেবীগঞ্জ, বোদা ও সদর উপজেলায় আনুষ্ঠানিকভাবে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে রবিবার(১০ জুলাই)থেকে ।প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।এই কাজ চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত। পঞ্চগড় জেলা নির্বাচন অফিসার দেওয়ান মো. সারোয়ার জাহান জানান, পঞ্চগড়ের বোদা, দেবীগঞ্জ ও সদর উপজেলার ৩৬টি বিলুপ্ত ছিটমহলে ৪১ জন তথ্য সংগ্রহকারী ও ১১জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।জেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়, বিলুপ্ত ছিটমহলগুলোর মধ্যে দেবীগঞ্জে ৯ হাজার, বোদা উপজেলায় ২ হাজার এবং পঞ্চগড় সদর উপজেলায় ১ হাজার ৫শ’ জন সম্ভাব্য ভোটারের তালিকা সংগ্রহ করা সম্ভব হবে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1176396143948810042

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item