স্থায়ী নিয়োগের দাবিতে নীলফামারীতে পুল শিক্ষকদের স্মারক লিপি

 ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৭ জুলাই॥
উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করে পুল সহকারী শিক্ষকদের শুন্য পদে স্থায়ী নিয়োগের দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে স্মারক লিপি দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলফামারীর জেলার ৬ উপজেলার পুল শিক্ষকরা।
আজ বুধবার বিকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বনিক স্মারক লিপি গ্রহণ করেন। এসময় পুল শিক্ষক নীলফামারী জেলা শাখার সভাপতি পারভেজ ইমরান, সহ-সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক পরিমল রায়, সহসাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়সহ জেলার ৬ উপজেলার ১৮২জন পুল শিক্ষক উপস্থিত ছিলেন।
এসময় সমিতির সভাপতি পারভেজ ইমরান জানান, চলতি বছরের ৩ ফেব্রুয়ারী মহামান্য হাই কোট পুল শিক্ষকদের স্থায়ী নিয়োগের নির্দেশ প্রদান করলেও অধ্যাবদি তা বাস্তবায়ন করা হয়নি। এতে পুল শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। দ্রুত পুল শিক্ষকদের স্থায়ী নিয়োগ দেয়া  হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দূরীকরণ হ্রাস পাবে। তাই দ্রুত পুল শিক্ষকদের স্থায়ী নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় স্মারক লিপিতে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3190823408175587949

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item