নীলফামারীতে পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর জঙ্গিবাদ বিরোধী র‌্যালী ও সমাবেশ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৫ জুলাই॥
জঙ্গি,সন্ত্রাসবাদ,নাশকতা ও গুপ্তহত্যা বিরোধী র‌্যালী ও সমাবেশ যৌথভাবে করেছে নীলফামারী পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বর থেকে বিভিন্ন স্থরের প্রতিনিধি ও শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বিশাল র‌্যালী শহরের বের করা হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় শিল্পকলা একাডেমি চত্বরে এসে সমাবেশ মিলিত হয় জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক নীলফামারী পৌর মেয়র আলহাজ্ব দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার অঅবু মারুফ হোসেন, সহকারি পুলিশ সুপার ফিরোজ কবীর, নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান,নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, ইউপি চেয়ারম্যান সমিতির জেলা সেক্রেটারী হাফিজুর রশিদ মঞ্জু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন দেশে জঙ্গিবাদ প্রতিরোধ করতে হলে আমাদের প্রত্যেকটি পরিবারের পারিবারিক ও প্রতিবেশীদের বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে। কারণ প্রত্যেকটি পরিবার ও প্রতিবেশী এক একটি থানা। আর অভিভাবকদেরকে নিজ নিজ পরিবারের প্রত্যেকটি সদস্যের প্রতিই সুদৃষ্টি রাখতে হবে। যাতে তারা কেউ বিপদগামী না হয়। পাশাপাশি জঙ্গি,সন্ত্রাসবাদ,নাশকতা ও গুপ্তহত্যার সাথে জড়িতদের কোন তথ্য কেউ পেলে তা তাৎক্ষনিকভাবে পুলিশকে জানানো আহবান জানায় বক্তারা।

পুরোনো সংবাদ

নীলফামারী 435680477501992506

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item