কিশোরগঞ্জে পুলিশের ওপর বোমা হামলা: নিহত ৩,আটক ২

ডেস্কঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার আজিমুদ্দিন হাইস্কুলের পাশে  দুর্বৃত্তদের হামলায় ২ জন পুলিশ কনস্টেবলসহ ৩ জন নিহত হয়েছেন। আহত  হয়েছেন পুলিশের সাত সদস্য ও তিন পথচারীসহ  ১০ জন।নিহত দুই পুলিশ কনস্টেবল হলেন জহুরুল ও আনসার উল্লাহ। গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম দুই পুলিশ কনস্টেবলের মৃত্যুর খবর নিশ্চিত করেন। নিহত তৃতীয়জন হামলাকারী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) নয়ন মিয়া, কনস্টেবল প্রশান্ত, জুয়েল, রফিকুল, তুষার, মশিউর ও আনোয়ারুল। পথচারী তিনজন হলেন আবদুর রহিম, হৃদয় ও মোতাহার।প্রাথমিকভাবে আহত সবাইকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে চারজনকে ময়মনসিংহের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের প্রতিরোধ গড়লে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১ আহতসহ দুই হামলাকারীকে আটক করে পুলিশ।গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, জহিরুলের মৃত্যু হয় ঘটনাস্থলে। আর মাথায় গুলিবিদ্ধ আনসার উল্লাহ‘র মৃত্যু হয় বেলা ১২টার দিকে ময়মনসিংহ সেনানিবাসের সস্মিলিত সামরিক হাসপাতালে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাতের নিরাপত্তার দায়িত্বে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে ছিলেন একদল পুলিশ সদস্য। সকাল ৯ টার দিকে ঈদ জামাতে অংশ নেওয়ার জন্য মুসল্লিরা আসার সময় একদল দুর্বৃত্ত ৮-১০টি হাতবোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ছাড়ে। এতে পুলিশ সদস্যরা আহত হন। পরে তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল জহুরুল হককে মৃত ঘোষণা করেন।এ ঘটনা সামলে ওঠে পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান শুরু হলে উভয়পক্ষে গোলাগুলি শুরু হয়। এ সময় পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়। এ ছাড়া পুলিশ দুইজনকে আটক করে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের ধরতে তিন প্লাটুন বিজিবি ও র‌্যাবের একটি দল যোগ দিয়েছে।এদিকে গুরুতর আহত ৬ পুলিশ সদস্যকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজে, পরে সেখান থেকে ময়মনসিংহ সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে থেকে আহতদের নিয়ে বেলা সোয়া ১২টার দিকে একটি হেলিকপ্টার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। বর্তমানে ঘটনাস্থলের আশপাশের এলাকায় তল্লাশী চালাচ্ছে পুলিশ।

পুরোনো সংবাদ

এক ঝলক 1522723493739335460

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item