জলঢাকা পৌরসভায় দীর্ঘদিনের ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা পৌরসভার দীর্ঘদিনের ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন পৌরমেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। দীর্ঘদিন থেকে পৌরসভাটিতে ৭টি পদ শুন্য থাকলেও একাধিকবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা সম্পন্ন করতে পারেনি তৎকালীন মেয়র। ২৮ মে বিপুল ভোটে নির্বাচিত মেয়র দায়িত্বভার গ্রহণ করেই এ সমস্যার সমাধান ঘটিয়েছেন সফলতার সাথে। সম্প্রতি পৌরসভার অনির্বাণ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষাটি সম্পন্ন করেছেন। নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ করার লক্ষ্যে জেলা প্রশাসকের একাধিক প্রতিনিধি নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে ৭টি পদে ৭ জন বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন বর্তমান মেয়র। পৌরসভায় স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত পদগুলো হলো- সহকারী কর আদায়কারী ১ জন, সহকারী লাইসেন্স পরিদর্শক ১ জন, নিম্নমান সহকারী ১ জন, টিকাদানকারী ১ জন, বিদ্যুৎ মিস্ত্রি ১ জন, এমএলএসএস ১ জন ও দারোয়ান ১ জন। নিয়োগ প্রক্রিয়া নিয়ে গর্ব করে পৌরমেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট বলেন আমি নিজেকে শতভাগ স্বচ্ছ রেখে চেষ্টা করেছি দীর্ঘদিনের ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে এবং সকলের সহযোগিতায় তা করতে পেরেছি। তিনি আরও বলেন, আগামীতে একটি আধুনিক পৌরসভা গঠনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করি। এদিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় পৌর মেয়রকে অভিনন্দন জানিয়েছেন পৌরসভার অনেকেই।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4662289332862223562

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item