মাঝ আকাশে ভারতীয় বিমানে আইএস আতঙ্ক: জরুরি অবতরণ

ডেস্কঃ
ভারতীয় একটি বিমান যখন মাঝ আকাশে উড়ছিল তখন এতে ইসলামিক স্টেট (আইএস) আতঙ্ক দেখা দেয়। ফলে ইন্ডিগো এয়ারলাইন্সের ওই বিমানটির মুম্বইতে জরুরি অবতরণ করাতে হয়েছে। দুবাই থেকে কেরলের কালিকট যাচ্ছিল বিমানটি। মাঝপথে মুম্বইতে অতরণের পর আটক করা হয়েছে ২ যাত্রীকে। জানা যায়, বৃহস্পতিবার সকালে ১২০ জনকে দুবাই থেকে বিমানটি ওড়ার পরেই এক যাত্রী আএএস’র নামে স্লোগান দিতে শুরু করেন। অন্য যাত্রীরা এতে আপত্তি করেন। কিন্তু ওই যাত্রী থামেননি। বরং তার স্লোগান ক্রমশ বাড়তে থাকে।
ফলে ওই যাত্রীর উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়ে পড়েন যাত্রীরা এবং বিমানের কর্মীরা। বিমানে আতঙ্ক ছড়ায়। এর পর পাইলট বিমানটির জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তড়িঘড়ি মাঝ আকাশেই বিমানের রুট মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দেয়া হয়। সকাল ৯টা ১৫ মিনিটে বিমানটি মুম্বইতে অবতরণ করে। ২ যাত্রীকে বিমান থেকে নামিয়ে নেয়া হয়। তাদের লাগেজও বিমান থেকে নামিয়ে দেয়া হয়। তার পর বিমানটি কেরলের কোচি বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। যে ব্যক্তি আইএস’র নামে জয়ধ্বনি দিচ্ছিলেন তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

পুরোনো সংবাদ

এক ঝলক 1993809921297365656

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item