শোক পালন করছে বাংলাদেশ

ডেস্কঃ
রাজধানীর গুলশানের হলি আর্টির্জেন বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। রোববার (০৩ জুলাই) সকাল থেকে দুইদিনের শোক শুরু হয়েছে। সকাল থেকেই জাতীয় সংসদ ভবন, রাষ্ট্রীয় স্থাপনাসহ গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি জনগণ কালো ব্যাজ ধারণ করছেন। এ ছাড়া মসজিদে মোনাজাত করা হচ্ছে। প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়েও। সোমবারও (০৪ জুলাই) এই রাষ্ট্রীয় শোক পালিত হবে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও শোক জানাচ্ছেন অনেকে। কেউ প্রোফাইল ও কাভার ছবি হিসেবে কালো ব্যাজ দিয়েছেন। কেউবা স্ট্যাটাস বা নোট লিখে জানাচ্ছেন শোকের কথা। গত ২ জুলাই রাতে গুলশান-২ নম্বরের হলি আর্টিজেন বেকারি রেস্তোরাঁয় সাত অস্ত্রধারীরা বেশ কয়েকজনকে জিম্মি করে রাখে। খবর পেয়ে সেখানে অভিযান চালাতে গেলে তাদের গ্রেনেড হামলায় নিহত হন গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন। আহত হন কমপক্ষে আরও ৪০ জন। সন্ত্রাসীরা রাতে ওই রেস্তোরাঁয় তিন বাংলাদেশিসহ ২০ জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পরদিন শনিবার সকালে যৌথ বাহিনী কমান্ডো অভিযান চালায়। এতে ছয় জঙ্গি নিহত হয়। গ্রেফতার হয় একজন। আর ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।/

পুরোনো সংবাদ

প্রধান খবর 1662180464885388755

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item