গাইবান্ধায় বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত

মুহাম্মদ শামীম সরকার শাহীন, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ৩০টি গ্রামে পানি প্রবেশ করেছে। এতে অন্তত ২৪ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।শুক্রবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ব্রহ্মপুত্রের পানির চাপে বাঁধটি ভেঙে যায়। এতে প্রায় ৫০টি বসতঘর পানিতে ভেসে যায়। আহত হয় ১০ জন।স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্রের পানির চাপে রাত সাড়ে ৯টার দিকে সিংড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উদাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাজা মিয়ার বাড়ির কাছে প্রায় ২০০ ফুট ভেঙে যায়। এতে উপজেলার উদাখালী ও কঞ্চিপাড়া ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়। এছাড়া সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের বোয়ালি, খামার বোয়ালি ও তালুক বুড়াইলসহ ১০টি গ্রাম প্লাবিত হয়।ফুলছড়ি উপজেলার উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গাইবান্ধা-ফুলছড়ি সড়কের বিভিন্ন স্থান তলিয়ে গেছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে।গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কুমার সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানির চাপ বেড়ে যায়। এতে সিংরিয়ার বাজারে ওয়াপদা বাঁধের কিছু অংশ ভেঙে যায়। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পুরোনো সংবাদ

প্রধান খবর 8845627839037856597

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item