কোটভাজনী বিলুপ্ত ছিট মহলে ঈদগাঁহ্ ময়দানের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
কোট ভাজনী বিলুপ্ত ছিট মহলে নতুন ঈদগাঁহ ময়দানের শুভ উদ্বোধন করা হয়েছে। দির্ঘদিন অবহেলিতভাবে মানুষদের অন্য এলাকায় নামাজ আদায় করতে হতো। আজ নিজের জায়গায় নামাজ আদায় করায় আনন্দে আতœহারা হয়ে পড়েছে বিলুপ্ত ছিট মহল বাসী। ৭জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায় দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কোট ভাজনী ইঞ্জিনিয়ার এসএম রূম্মান পাড়ায় আনুষ্ঠানিক ভাবে এ ঈদগাঁহ্ ময়দানের শুভ উদ্বোধন ঘোষনা করেন ইঞ্জিনিয়ার এসএম রূম্মান। এর আগে জাতীয় পতাকা ও ইসলামিক পতাকা  উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। জমিদাতা সিরাজুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেপ্রীগঞ্জ ইউপির সফল চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল ইসলাম সরকার। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মিলন হক, সহিদুল ইসলাম সরকার, এসএম রওফুল, এসএম রিয়াদ প্রমূখ বক্তব্য রাখেন। নতুন ঈদগাঁহ্ ময়দানে নামাজ আদায় করতে আসা হাজারো ধর্মপ্রিয় মানুষের ঢল নামে, যেনো মুসলিম উম্মার মিলন মেলায় পরিনত হয়েছে। জামায়াত পরিচালনা করেন, হাফেজ মাওঃ জসিম উদ্দিন।
এলাকাবাসী জানান, মরহুম আমেতুল্ল্যা সরকারের ছেলে সিরাজুল ইসলাম মাষ্টার তার নিজস্ব বেশকিছু জমি দান করে বিলুপ্ত ছিটমহল বাসীর সুবিধার্থে বায়তুল রিয়াদ জামে মসজিদ, রওফুন ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এবার নতুন করে ঈদগাঁহ ময়দান প্রতিষ্ঠা করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামীতে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সহ কিন্ডার গার্টেন স্কুল প্রতিষ্ঠা করবেন বলে তিনি জানান, শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 5562022875812787398

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item