ডোমারে বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা ও পল্লী সমাজ আপগ্রেড ঘোষনা।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে ব্র্যাক সামাজির ক্ষমতায়ন কর্মসূচির উদ্দ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা ও ২১নং  পল্লী সমাজকে আপগ্রেড  ঘোষনা করা হয়েছে। ২৬জুলাই বুধবার বিকাল ৪টায় সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিকনমাটি দোলাপাড়ায় আয়োজিত কর্মশালায় ২১নং পল্লী সমাজের সভা প্রধান ও সাবেক  সংরক্ষিত ইউপি সদস্য  মহচেনা বেগমের সভাপতিত্বে শিক্ষক এমদাদুল হক, রতœা বেগম, ইউপি সদস্য মোকলেছার রহমান, ব্র্যাক সামাজির ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক ইলিয়াছ সরকার, প্রোগ্রাম অর্গানাইজার (সিইপি) আব্দুল মাজেদ সরকার, প্রভাষক আনিছুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। উল্ল্যেখ্য ১৯৯৮ সালে ওই ২১নং পল্লী সমাজ গঠন করা হয়। স্থানীয় বিচার সালিশ, বাল্য বিবাহ প্রতিরোধ সহ সরকারী বে-সরকারী অফিসে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। তাই অতিথিগণ আনুষ্ঠানিক ভাকে উক্ত পল্লী সমাজকে আফগ্রেড ঘোষনা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4494307275432184820

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item