ডোমারে আশা’র শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে আশার সংস্থার সহযোগিতায়, মিরজাগঞ্জ ব্রাঞ্চ আয়োজিত প্রথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচির আওতায় শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই শনিবার সকাল ১০টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ ব্রাঞ্চ কার্যালয় হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। মিরজাগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশা ডোমার অঞ্চলের রিজোনাল ম্যানেজার মোঃ আনিছুর রহমান। প্রধান প্রশিক্ষক  হিসেবে পাঠদান করেন সহকারী শিক্ষা অফিসার মোঃ নূরে আলহাজ্ব হাবিব। সহকারী-ব্রাঞ্চ ম্যানেজার বিষ্ণু পদ রায়, লোন অফিসার জিয়াউর রহমান, আশরাফুল আলম, এরশাদুল হক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উক্ত কর্মশালায় আশা সংস্থার আওতাভূক্ত ১৫ জন প্রাথমিক শিক্ষা সেবিকা ও ১জন সুপার ভাইজার প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। উল্যেখ্য গত ১ মার্চ ২০১৪ ইং তারিখে মিরজাগঞ্জ ব্রাঞ্চে প্রথমিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়। শিশুদের প্রাথমিক পর্যায়ে লেখাপড়ার উপযোগী করে গড়ে তুলতে, আশার শিক্ষা সেবিকাগণ নিরলস ভাবে কাজ করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছে। অত্র  ইউনিয়নে ক্রেডিট প্রোগ্রাম,স্বাস্থ্য সেবা, স্যনিটেশন, রেমিটেন্স কার্যক্রমের পাশাপাশি শিক্ষা কার্যক্রম একটি ব্যতিক্রম পদক্ষেপ। শিশুদের শিক্ষার মান উন্নয়নে ও পাঠদানে সকল শিক্ষা সেবিকাদের পরামর্শ প্রদান করেন অতিথিগণ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1515816461345441368

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item