ডোমার পৌর নির্বাচনে ৪ মেয়র প্রার্থী ব্যাপক প্রচারনায় ব্যাস্ত

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে ৪ মেয়র প্রাথী দোয়া আশীর্বাদ ও ভোট পেতে ভোটারদের বাড়িবাড়ি গিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে। প্রার্থীর দৌড় ঝাঁপে ভোটার ও কর্মীরা অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছে। পাড়া মহল্লায় ও চায়ের দোকানে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।ভোটের হাওয়ার ঝড় বইছে চায়ের কাপে। মেয়র প্রার্থীদের মধ্যে আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু (সতন্ত্র) নারিকেল গাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। সর্বস্তরের উন্নয়নের রূপকার ২৫বছর যাবত ডোমার সদর ইউনিয়ন পরিষদে সফলতার সাথে চেয়াম্যানের দায়ীত্ব পালন শেষে গত ৫বছর পৌরসভার মেয়রের হাল ধরেন। ৩০বছরের নির্বাচিত পরিক্ষিত জনপ্রতিনিধি তিনি। ভোটারগণ তাকে আবারো সুযোগ দিলে মাদক, জুয়া নিমূল এবং রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থা, ড্রেন নির্মাণ সহ ডোমারকে মডেল পৌরসভায় রুপান্তিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আওয়ামীলীগ বিদ্রোহী আবু সুফিয়ান লেবু (সতন্ত্র) মোবাইল ফোন মার্কা। তিনি দির্ঘদিন শিক্ষকতার সাথে জড়িত থেকে ২০০৯ সালে অবসর নেয়। তার ছোট ভাই সাবেক মেয়র হিসাবে ২বার নির্বাচিত হয় ৩য় মেয়াদে ভাই অসুস্থ থাকায় তিনি নিজেই নির্বাচন করে দানুর সাথে ১হাজার ভোটের ব্যবধানে পরাজয় বরণ করেন। আওয়ামীলীগ পরিবারের সন্তান তিনি। নির্বাচিত হলে পৌরসভার ব্যাপক উন্নয়ন করবেন বলে জানান। কাজী আবু জাফর মোঃ জুল কাদের (সতন্ত্র) জগ মার্কা, জামায়াতের মূখ্য পদে ছিলেন তিনি, দেশের পরিস্থিতি ভিন্নরুপ নেয়ায় নেপথ্যে কাজ করে যাচ্ছেন।আওয়ামীলীগ মনোনীত ময়নুল হক নৌকা মার্কা। ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থেকে পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়ীত্ব পায়। মানীয় প্রধান মন্ত্রীর মনোনীত দলীয় প্রতীক নৌকা পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিজয়ী হলে ডিজিটাল পৌর সভা গঠনের প্রতিশ্রূতি ব্যক্ত  করেন। মেয়র প্রার্থী ৪ জন, সংরক্ষিত ১০ জন ও সাধারন কাউন্সিলর ২৪ জন সহ মোট ৩৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্দিতা করছে। আগামী ৭ আগষ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6311458770497909138

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item