চিলাহাটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে ফুটবল ভলিবল ও ক্রিকেট খেলায় জুয়ার বাজি

এ,আই পলাশঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এই বর্ষা মৌসূমে চলছে ফুটবল,ক্রিকেট সহ বিভিন্ন খেলা।যুব সমাজকে বিপথে যাওয়ার হাত থেকে রক্ষা করতে এ ধরনের আয়োজন প্রশংসার দাবী রাখে।কিন্তু উদ্বিগ্ন কারন যখন এ আয়োজন ঘিরে বাজিধরে চলে জুয়ার মহা উৎসব।জানা যায় এই খেলা গুলোতে অংশগ্রহণ করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজের ছাত্রসহ বহিরাগত যুবকরা। বাজি ধরে দুইটি দল খেলা  শুরু করে যে দলটি জয়ী হবে সেই দলকে হেরে যাওয়ার দলের পক্ষথেকে  বিশ থেকে পচিশ হাজার টাকা দিতে  হবে। এলাকার সচেতন মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকরা মানে করছেন এলাকার ছেলেরা কোনপ্রকার খারাপ কাজে নাগিয়ে খেলা ধুলায় মনোযোগ দিয়েছে। তাদের এই চিন্তা চেতনা ও ধারণাকে বিসর্জন দিয়ে সেই যুবকরা গোপনে হাজার হাজার টাকার বাজি ধরে খেলার মাধ্যমে সর্বশান্ত হচ্ছে। আর এই বাজির টাকা সংগ্রহ করতে গিয়ে অনেক ছাত্র ও যুবকরা বিভিন্ন অসামাজিক ও সন্ত্রাসীমুলক কর্মকান্ডের সাথে জাড়িয়ে পড়ছে।  গোপন সূত্রে জানা গেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির পর  শুরু হয় এই খেলা ব্যাপক প্রচারের মাধ্যমে ৮ থেকে ১০টি দল এই খেলায় অংশ নেয় এবং প্রতিটি দলের খেলার অধিনায়কের সঙ্গে গোপনে চুক্তিহয় হার-জিতের মাধ্যমে জুয়ার মহা উৎসবটি। এব্যাপারে এলাকার সুধিমহল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকরা এই সমস্ত বাজীর মাধ্যমে খেলার নামে জুয়ার মহা উৎসবটি বন্ধের জন্য প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করছেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6778192388153740214

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item