ডোমার পৌরসভার উন্নয়ন বঞ্চিত ৩ নং ওয়ার্ড

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

ডোমার পৌরসভার উন্নয়ন বঞ্চিত ৩ নং ওয়ার্ড। গত ৫ বছরে এই ওয়ার্ডে কোন উন্নয়ন মূলক কর্মকান্ড হয়নি। ডোমার পৌরসভার রাজধানী বলা হয় ৩ নং ওয়ার্ডকে। এখানে রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। রয়েছে থানা,কাচা ও মাংসের বাজার। রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র ও প্রেসক্লাব। রয়েছে প্রায় ৫ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। অথচ গত ৫ বছরে এখানে কোন উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের অবস্থা এতই করুন যে গত বছর ডোমার-চিলাহাটি সড়কে ব্যবসায়ীরা ধান গাছের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছিল। ডোমার কাচা বাজারের রাস্তার বেহাল দশার কারনে প্রতিদিনেই এখানে ঘটছে দুর্ঘটনা। তাছাড়া মাংসহাটি থেকে শালকি নদী পর্যন্ত ড্রেনটি সংস্কার ও বছরের পর বছর পরিস্কার না করায় ড্রেন ভরাট হয়ে পানি নিস্কাশন বন্ধ হওয়ায় শহরটি দুর্ঘন্ধে পরিনত হয়েছে। বর্ষা মৌসুমে ৩ নং ওয়ার্ডের পল্টনপাড়া ও নামাজীপাড়া বর্ষার পানিতে তলিয়ে যায়। পানিতে তলিয়ে যায় প্রায় শতাধিক পরিবারের ঘরবাড়ী। পল্টনপাড়ার পানি নিস্কাশনের যে ড্রেনটি ছিল তা বর্তমান কাউন্সিলর সহির উদ্দিন সরকার মাটি ভরাট করে বাড়ী নির্মান করায় পল্টনপাড়ার ও নামাজীপাড়ার শতাধিক পরিবারকে বর্ষা মৌসুমে পানিবন্দী হয়ে থাকতে হয়। গত তত্বাবধায়ক সরকারের সময় ঐ ড্রেনটি কাউন্সিলরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেও তত্বাবধায়ক সরকার পরিবর্তন হলে সেটি মুখ থুবরে পরে। ফলে নামাজী পাড়ার জন সাধারনকে পানিবন্দী হয়েই থাকতে হয়। শহরের বেশিরভাগ এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ৩নং ওর্য়াড বাসীকে ময়লা আবর্জনার মধ্যেই দিন কাটাতে হয়। সরজমিনে গিয়ে দেখা যায়,৩ নং ওয়ার্ডের সাহাপাড়া,হাড়িপাড়া এবং থানাপাড়ার বেশিরভাগ এলাকার বাড়ীর পাশে ময়লা আর্বজনা স্তুপ হয়ে পরে রয়েছে। ময়লা আর্বজনার দুর্গন্ধে পথচারীদের সাথে সাথে স্কুলও কলেজের শিক্ষার্থীদের ভোগান্তিতে পরতে হচ্ছে। এই এলাকার মানুষজন অভিযোগ করেছেন বর্তমান কাউন্সিলরকে কোন কাজেই পাওয়া যায় না। এলাকার সমস্যার কথা বললে মেয়রকে জানাবেন বলে কেটে পরে। স্থানীয় জনগন জানান,গত বছর রাস্তায় ধান গাছের চারা রোপন করে প্রতিবাদ জানানো হলেও এখন পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়নি। ফলে এই বর্ষায় তাদের নিদারুন কষ্ট ভোগ করতে হচ্ছে। এ ব্যাপারে কাউন্সিলন সহির উদ্দিন সরকারের সাথে একধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় তার মন্তব্য জানা যায়নি।

পুরোনো সংবাদ

নীলফামারী 1416975745347979662

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item