ডোমারে গান ও কবিতার আবৃত্তির মাধ্যমে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী অভিনব প্রতিবাদ।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী পদযাত্রা। “জঙ্গীবাদ নয়, সন্ত্রাস নয়, কবিতায় হোক শান্তির পথ” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে। ডোমরের কবি, সাহিত্যিক  ও সমাজকর্মীদের আয়োজনে ২৯জুলাই বিকালে ডোমার বাটার মোড় থেকে ব্যানার ফেষ্টুন হাতে নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ ধীরাজ ও মিজান স্মৃতি পাঠগারের সামনে কবি আনোয়ারুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভায় ও কবিতা পাঠ আসরে অংশ নেয়। এতে ডেইজী নাসনিন মাশরাফি নীনা, উত্তরণ সাহিত্য আসরের জেলা সভাপতি সেলিনা সাথী, স্পন্দন আবৃতি ও সংগীত চর্চা কেন্দ্রের পরিচালক নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী, মালা জেসমিন, গোলাম ফারুক, রনজিৎ কর্মকার, হাবিবুল্ল্যা, ফারিহা আক্তার, সুমাইরা প্রমূখ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কবি সাহিত্যিকগণ অভিনব ভাবে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী গান ও কবিতা আবৃতি করে প্রতিবাদ জানায়। এতে ডোমারের অনেক সূধী মহল অংশ নেয়। অনুষ্ঠান উপস্থাপনায় কবি মোস্তফা ফিরোজ প্রধান। বক্তাগণ দেশে জঙ্গী, সন্ত্রাস ও নাশকতার প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। 

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 2171576715140318882

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item