ডোমারে বাড়ীর সিমানা দখলকে কেন্দ্র করে শিশু সহ স্বামী স্ত্রী গুরুতর আহত।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে বাড়ীর সিমানা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে শিশু সহ স্বামী স্ত্রী গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ডোমার পৌর এলাকার ৬নং ওয়ার্ড সওদাগড় পাড়া গ্রামে। উক্ত এলাকার মৃত সৈয়দ জামানের ছেলে দিন মুজুর আবুল হোসেন ভুট্টো ১৯৯৩ সালে রেজাউল করিম রাজুর কাছ থেকে ৩শতক জমি খরিদ করে বাড়ী করে ভোগ দখল করে আসছে। ঘটনার দিন ২৪জুলাই দুপুরে ভুট্টো তার টিউব ওয়েলের পাড়ের ব্যাড়া বদলাতে গেলে প্রতিবেশী কছিম উদ্দিনের ছেলে রবিউল ১হাত জমি পাবে বলে দাবী করে। বাকবির্তকের এক পর্যায়ে  রবিউল আনজারুলের ছেলে সৈকত, হেলালের ছেলে রনি সহ তার সঙ্গপঙ্গ দলবদ্ধ হয়ে লাঠি শোটা ও ধারালো অস্ত্র হাতে নিয়ে তাদের বেধরক মারপিট করে। একপর্যায়ে ধারালো অস্ত্রদ্বারা অসহায় ভুট্টোর মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। তাকে বাঁচাতে ভুট্টোর মা ছকিনা ও  স্ত্রী সুফি বেগম মেয়ে আখি মনি বাঁধা দিলে সন্ত্রাসীরা তাদেরকেও এলোপাথারী ভাবে মারপিট করে। বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং টিন লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। এদের মধ্যে গুরুত্বর অবস্থায় ভুট্টো (৪২) স্ত্রী সুফি বেগম (৩৫) শিশু কন্যা আখি মনিকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে এলাকাবাসী। তারা সকলে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সন্ত্রাসীরা ক্ষমতাবান ও প্রভাবশালী হওয়ায় এর আগেও বেশ কয়েকবার তারা নির্যাতিত হয় বলে ভুক্তভুগীরা জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 4345844234023347332

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item