ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পচাঁ রুটি পরিবেশন।রোগীদের প্রতিবাদ

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পচাঁ রুটি পরিবেশন করায় হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। সরেজমিনে যানাযায়, ১০জুলাই সকালে হাসপাতালের মশালচি আতোয়ার রহমান রুগীদের মাঝে পচাঁ ও দূর্গন্ধ যুক্ত পাউরুটি পরিবেশন কালে তাকে আটক করে। এরই এক পর্যায়ে সকল রোগী মিলে খাবার একত্রিত করে প্রতিবাদ মূখর হয়ে উঠে। এতে কর্তৃপক্ষ ও রোগীদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়। শেষে হাসপাতালের উদ্ধর্তন কতৃপক্ষ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রোগী আলমগীর হোসেন জানান, গতকাল সকালে যে পাউরুটি দিয়েছে যা পচাঁ ও বাসী দূর্গন্ধে মুখে দেয়া দায়। দুপুরে সামান্য সব্জি ও সিলভার কাপ মাছ দিয়ে ভাত দেয়ায় মশালচি আতোয়ারের সাথে কথা কাটাকাটি হয়। বিষয়টি ডাক্তারকে জানালেও কোন ফল হয়নি। পরদিন সকালে আবারো সেই পাউরুটি। তখন আমরা কজন রুগী মিলে প্রতিবাদ করি। পরে ভারপ্রাপ্ত টিএইচও সুপতা বনিক এবং স্যানিটারী ইন্সেসপেক্টর দুলাল হোসেন তা পরীক্ষা করে খাবার অযোগ্য বলে সাব জানিয়ে দেন। তবে পাউরুটির প্যাকেটে গায়ে লিখা ১০১ পূর্ব ভেজবুরী বাজার তেজগাঁও ঢাকা-১২১৫, প্রস্তুত ও মেয়াদ উত্তির্ন কোন তারিখ লেখা নেই তাতে। এলাকাবাসী জানান, খাসির মাংসর বদলে বয়লার, রুই মাছের বদলে সিলভার কাপ, আলু ও ঝোল বেশী ভাতের পরিমান কম। ঠিকাদার মাহবুবার দির্ঘদিন ধরে আসে না, মশালচি আতোয়ারকে কমিশনে সাব কন্টাক দিয়ে নিম্ন মানের খাবার দিয়ে লক্ষ লক্ষ হাতিয়ে নিচ্ছে সে। তদারকির মাধ্যমে স্বাস্থ্য সেবা মান নিশ্চিত এবং দূর্র্নিতী বাজ কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান ভুক্তভোগীরা।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 2173941819899821601

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item