ওয়ার্ড অনুসারে ডোমার পৌর নির্বাচনে প্রার্থীদের বরাদ্ধকৃত প্রতিক

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

উৎসব মূখর পরিবেশে ডোমার পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারন ওয়ার্ড কাউন্সিল প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। ২৩জুলাই শনিবার সকাল ১০টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিলহাজ্ব উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী, পরিসংখ্যান অফিসার আব্দুল বারী, ও সাংবাদিক সহ সকল প্রার্থীদের উপস্থিতিতে প্রতিক বরাদ্ধ দেয়া হয়। মেয়র প্রার্থী ৪জনের মধ্যে আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু (সতন্ত্র) নারিকেল গাছ মার্কা, কাজী আবু জাফর মোঃ জুল কাদের (সতন্ত্র) জগ মার্কা, আওয়ামীলীগ বিদ্রোহী  আবু সুফিয়ান লেবু (সতন্ত্র) মোবাইল ফোন মার্কা ও আওয়ামীলীগ মনোনীত ময়নুল হক নৌকা মার্কা। সংরক্ষিত কাউন্সিলর ১, ২, ৩ নং ওয়ার্ডের লক্ষীরাণী দাস মৌমাছি, হাজেরা বেগম শুশিলা আঙ্গুর, ভারতী রাণী কাচি। ৪, ৫, ৯ সাহেরা বেগম মৌমাছি, রিনা বেগম ভ্যানিটি ব্যাগ, সুলতানা বেগম কাচি। ৬, ৭, ৮ উম্মে কুলছুম মৌমাছি, লাভলী বেগম বকুল পুতুল, সাহিদা বেগম কাচি, রাবিনা আক্তার রিতা আঙ্গুর। সাধারন কাউন্সিলর ১নং ওয়ার্ড মিজানুর রহমান জুয়েল উটপাখী, আব্দুর রাজ্জাক রাজা চার্জার লাইট, মাহাফুজ আলম পাঞ্জাবী, নাজিম উদ্দিন ডালিম। ২নং হাফেজ আব্দুল হক পাঞ্জাবী, শামসুল আলম উটপাখী। ৩নং সহির উদ্দিন সরকার উটপাখী, আখতারুজ্জামান সুমন টেবিল ফ্যান। ৪নং সৈয়দ মোরশেদ তরুন উটপাখী বিনা প্রতিদন্দীতায়। ৫নং বেলাল হোসেন পানির বোতল, অহিদুল ইসলাম উটপাখী। ৬নং জামান মাশরাফি পুতুল টেবিল ফ্যান, মিজানুর রহমান টুলু উটপাখী। ৭নং এনায়েত হোসেন নয়ন উটপাখী, বাবুল রহমান পাঞ্জাবী, আশিকুর রহমান সাজু টেবিল ফ্যান। ৮নং আবুল কালাম আজাদ পাঞ্জাবী, সামিউল ইসলাম ডালিম, আবু তালেব পানির বোতল, কাওছার আলম উটপাখী, শামিম আলম টেবিল ফ্যান। ৯নং ওয়ার্ড আনারুল ইসলাম উটপাখী, আহসান হাবিব পাঞ্জাবী মার্কা পেয়েছে। মেয়র প্রার্থী ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১০ জন ও সাধারন কাউন্সিলর ২৪ জন সহ মোট ৩৮ জন প্রার্থী নির্বাচন করবে। আগামী ৭ আগষ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ৫ হাজার ৮৮০ জন পুরুষ ও  ৬ হাজার ৩৭ জন মহিলাসহ  মোট  ১১  হাজার ৯১৭ জন ভোটার রয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8271762723427431584

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item