ডিমলায় জেলা প্রশাসকের উদ্যেগে বর্ন্যাত্বদের মাঝে ত্রান বিতরন।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

শ্রাবনের প্রবল বৃষ্টিতে উজানের ঢল নেমে আসায় নীলফাসারীর ডিমলা উপজেলা টেপাখড়িবাড়ী ইউনিয়ন, গয়াবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, খগাখড়িবাড়ী ইউনিয়নের বেশ কিছু অঞ্চলের হাজার হাজার মানুষ পানি বন্দি হওয়ার ফলে অনেক বাড়ীঘর গবাদী পশু, ফসলি আবাদ, স্কুল, কলেজ, মাদরাসা, মন্দির সহ সহস্র মানুষের বাড়ী বন্যায় ভেসে যায়। এরই মধ্যে আত্মরক্ষার জন্য নৌকায় করে সিলট্রাম্প, কলমবিয়া, চেয়ারম্যান পাড়া গরিং, তিস্তা ব্যারেজ, চেয়ারম্যান পাড়া যৌথ বাধে প্রায় দের হাজার পরিবার আশ্র্রয় নেয়।জেলা প্রশাসকের উদ্যেগে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের উপস্থিতিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নায়মা তাবাচ্ছুম শাহ সহ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এমদাদুল হক, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন ও আ”লীগ নেতা ময়নুল হক সঙ্গে থেকে সিলট্রাম্প নামক স্থানে ২৭ জুলাই বিকালে বর্ন্যাত্বদের মাঝে ত্রান সামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, তেল, চিড়া, মুড়ি, লবন, মোমবাতি, দিয়াসলাই বন্যাকবলীত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। 

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4718896069327698284

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item