ডিমলায় পানিতে পড়ে নিখোঁজ শিশুর লাশ তিন দিন পর উদ্ধার

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় কুমলাই নদীতে বাবার মাছ ধরা দেখতে যেয়ে পানিতে পড়ে  নিখোঁজ রিফাত (৩) নামে এক শিশুর ভাসমান লাশ ঘটনার তিনদিন পর উদ্ধার করেছেন স্থানীয়রা।আজ শনিবার(২৩ জুলাই)দুপুরে কুমলাই নদী খেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। মৃত রিফাত উপজেলার নাওতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের  আকাশকুড়ি গ্রামের মফিজুল ইসলামের একমাত্র ছেলে।এলাকাবাসী সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার(২১ জুলাই) সকাল ১১.০০ টায় মফিজুল বাড়ির পার্শ্ববর্তী কুমলাই নদীতে মাছ ধরতে যাওয়ার সময় শিশু রিফাত বাবার সাথে মাছ ধরা দেখতে যাওয়ার বায়না ধরে।মফিজুল রিফাতকে নদীর পাড়ে  দাড় করিয়ে মাছ ধরছিল।মাছ ধরা শেষ হলে রিফাতকে দাড় করা অবস্থায় রেখে একটু দুরে গোছল করতে যায় সে।ফিরে এসে রিফাতকে না পেয়ে বুঝতে পারে তার অলক্ষ্যে  রিফাতনদীতে পড়ে গিয়েছে।স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখোঁজির পর না পেয়ে বিকেলে ডিমলা থানার মাধ্যমে ডিমলা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।ফায়ার সার্ভিস অনেক চেষ্টার পরও রিফাতকে উদ্ধার করতে ব্যার্থ হয়।শুক্রবার(২২ জুন) রংপুর থেকে ডুবুড়ি নিয়ে আসে ডিমলা ফায়ার সার্ভিস।কিন্তু তারা উদ্ধার কাজ না করেই ঘটনাস্থল ত্যাগ করে।এ বিষয়ে ডিমলা ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর মিজানুর রহমান জানান,প্রবল স্রোতে অনুসন্ধানের স্থান নির্ধারন করা সম্ভব না হওয়ায় আর উদ্ধার কাজ শুরু করা যায়নি।আজ শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দুরে শিশু রিফাতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা।এলাকাবাসী লাশ উদ্ধার করে ডিমলা থানায় খবর দেয়।নাওতারা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8272268907776323767

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item