নীলফামারীর ডিমলায় বিলুপ্ত ছিটমহলে-ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ
অধুনালুপ্ত নীলফামারীর ছিটমহলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার(১০ জুলাই) থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে ১৬জুলাই(শনিবার) পর্যন্ত। ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে সংযুক্ত বিলুপ্ত ৩১নম্বর ছিটমহল নগর জিগাবাড়িতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে নির্বাচন অফিস। প্রথম দিন ভোটার হওয়ার যোগ্য সদ্য বাংলাদেশীদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে ছিটমহলে।কার্যক্রম সম্পন্নে ১জন সুপারভাইজার এবং ২জন তথ্য সংগ্রহকারী নিয়োগ করা হয়েছে। আদালতে মামলা থাকায় চারটির মধ্যে ২৮নম্বর ছিটমহল বড় খানকির ছিটমহলের কার্যক্রম স্থগিত রেখেছে নির্বাচন অফিস।উপজেলা নির্বাচন অফিস আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক ভাবে প্রথম দিন নাম নিবন্ধন, ভোটার হয়েছে কিনা এবং ভোটার হওয়ার যোগ্যদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি জানান, প্রথম দিনে ভোটার হওয়ার যোগ্য ৬জনকে পাওয়া গেছে। খগাখড়িবাড়ি ইউনিয়নে ২৮নম্বর বড় খানকির, গয়াবাড়ি ইউনিয়নে ২৯নম্বর বড় খানকি গিতালদহ ও ২৯নম্বর বড় খানকি খারিজা গিতালদহ এবং টেপাখড়িবাড়ি ইউনিয়নে ৩১নম্বর নগর জিগাবাড়ি ছিটমহল রয়েছে। চার ছিটমহলে ১১৯পরিবারের ৫৪৫জন নাগরিক রয়েছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 121407254485803581

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item