দেবীগঞ্জের পরে শোলাকিয়ায় হামলা চালান জঙ্গি শফিউল

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা ,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ

গত ২১ ফেব্রুয়ারি শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে (৫০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ মামলায় অভিযুক্ত ১০ জনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। শোলাকিয়ায় হামলার ঘটনার পর পুলিশ জানতে পারে আটক শফিউল আলম পলাতক ৬ জনের একজন। দেবীগঞ্জ থানার ওসি(তদন্ত) ও হত্যা এবং বিস্ফরক মামলার তদন্ত কর্মকর্তা আয়ুব আলী যজ্ঞেশ্বর হত্যায় শফিউলের জড়িত থাকার বিষয়টি স্বীকার করে বলেছেন, পুলিশ দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল।
যজ্ঞেশ্বর হত্যা মামলার অভিযোগপত্রে বলা হয়, মোটরসাইকেলে করে যে তিনজন মঠে আসে, তাদের মধ্যে শফিউলও ছিলেন। শফিউল আগের দিন রাতে এসে স্থানীয় জঙ্গি ও ওই মামলার পলাতক আসামি দেবীগঞ্জ উপজেলার পূর্ব দেবীডুবা গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. রানার বাড়িতে রাত যাপন করেন। এই বাড়ি থেকেই মোটরবাইকে করে মঠে যান।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতের আগে জঙ্গী হামলার ঘটনায় আটককৃত আসামী সফিউল আলম দেবীগঞ্জের পুরোহিত হত্যা মামলায় চার্জশীট ভুক্ত আসামী ।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 574213513676909679

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item