কোটভাজিনী বিলুপ্ত ছিট মহলে জমি দখলের পায়তারা

নিজস্ব প্রতিনিধিঃ

কোটভাজিনী বিলুপ্ত ছিট মহলের জমি দখলের পায়তারা করছে কিছু ভুমি দস্যু, এনিয়ে এলাকায় ভীষন উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে টেপ্র্রীগঞ্জ ইউনিয়নের কোটভাজনী উক্কুুপাড়া গ্রামে। সরেজমিনে যানাযায়, উক্ত গ্রামের মুৃত আমেতুল্ল্যা সরকার মাহমুদ্দিন, দহিমুদ্দিন,পরিমুদ্দিন গং এর কাজ থেকে ৬একর জমি খরিদ করে তার ৯ ছেলে গুলজার, হামিদার, সিরাজুল মাষ্টার গংদের নামে দিয়ে যায়। তারা কাগজ মুলে দির্র্ঘ ৫০ বছর যাবত চাষ আবাদ করে আসছে। ছিটমহল বিলুপ্ত হওয়ার এবং জমির দাম বৃদ্ধি পাওয়ায়, ২১জুলাই বুৃহস্পতিবার সকালে সিরাজুল মাষ্টার গং জমিতে ধান রোপনের জন্য হালচাষ দিতে গেলে, দহিমুদ্দিনের ছেলে ইউনুছ আলী তার ভাড়া করা বাহিনি সাথে নিয়ে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিত হামলা চালায় এবং হাল চাষে বাঁধা প্রদান করে। বাকবির্তকের এক পর্যায়ে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল ইসলাম সরকার উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। সহিদুল ইসলাম জানান, ছিট মহল বিলুপ্তি হওয়ার পর থেকে জমির উপরে তাদের লোভ লালসা বেড়ে যায়। তাদের বাপ দাদারা জমি বেচে দেয় তারই ওয়ারিশ হয়ে আমাদের কাছে জমি দাবী করছে। উপজেলা ভুমি কমিশনে তারা মামলা দায়ের করে।গত ০৭/১২/২০২১৫ তারিখে মামলার শুনানী হয় ইউনুছ আলী গং কোন কাগজ দেখাতে না পারায় এবং দির্র্ঘদিন আমাদের দখলে থাকায় ৩১/০১/২০২১৬ তারিখে জেলা প্রসাশক খানাপুরী তথ্য অনুযায়ী ১৫৬৫/১৫৭৭/১৫০৭/১৫৭৫/১৫৭১/১৫৭০ নম্বরে  গুলজার, হামিদার, সিরাজুল মাষ্টার গংদের নামে চিটা করে দেন। তবে এবিষয়ে ইউনুছ আলী গং কোনপ্রকার আপিল করেন নাই। তারা এর আগেও বেশ কয়েকবার জমি দখলের চেষ্টা চালায় বলে জানান সিরাজুল মাষ্টারের পরিবার। বিষয়টি আশু সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 1235902014985883248

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item