চিলাহাটিতে স্থানীয় অধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার ধারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

এ.আই পলাশঃ
উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস) এর আয়োজনে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বুধবার ৮ জুন ২০১৬ তারিখে চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের হল রুমে স্থানীয় অধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার ধারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোঃ কায়কোবাদ হোসেন,প্রকল্প সমন্বয়কারী – ইউএসএস।গবেষণা পত্রের বিষয়বস্তু এবং আজকের কর্মশালার উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন,আমির হোসেন,ডেপুটি ম্যানেজার,একশনএইড বাংলাদেশ।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মো: আব্দুর রাজ্জাক বসুনীয়া,চেয়ারম্যান,ডোমার উপজেলা পরিষদ,নীলফামারী। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজাদুল হক প্রামানিক ,অধ্যক্ষ,সানমুন কিন্ডার গার্টেন ও আহ্বায়ক,সামাজিক নিরীক্ষা দল,মো: আইয়ুব আলী,অধ্যক্ষ, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ,শাহ মোঃ এরশাদুল হক ( জিল্লু) প্রধান শিক্ষক ,চিলাহাটি মার্সেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন,মো:একরামুল হক,নব নির্বাচিত চেয়ারম্যান,ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ। কর্মশালায় শিক্ষক,বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য,সার্কেলের নারী সদস্য,স্টুডেন্ট কাউন্সিলের সদস্য , যুব এবং সাংবদিকসহ ৫০ জন অংশগ্রহন করেন। স্থানীয় অধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার ধারণা বিষয়ক গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন জনাব রুবায়েত হোসেন ,ডেপুটি ম্যানেজার, একশনএইড বাংলাদেশ। ধারনা পত্র উপস্থাপনার পর মুক্ত আলোচনা পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডঃ তারিকুল ইসলাম,পরিচালক,একশনএইডবাংলাদেশ সঞ্চালকের বক্তব্যে শুরুতে তিনি জানান যে, স্থানীয় অধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার ধারণা বিষয়ক গবেষনা প্রতিবেদনটি প্রস্তুত করার পূর্বে রিফ্লেকশন একশন গ্রুপের সদস্য,স্টুডেন্ট কাউন্সিলের সদস্য, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধির কাছ থেকে অংশগ্রহনমূলক বিভিন্ন টুলস এর মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়।তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে যে প্রতিবেদনটি প্রস্তুত করা তা গবেষণায় অংশগ্রহনকারী দলের তথ্যের সাথে মিল আছে কি না সেটি দেখা । মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে সংগ্রামী নারী লোককেন্দ্রর সদস্য জরিনা বেগম, তিনি বলেন যে, আমরা ইউএসএস এর মাধ্যমে সঠিক সময়ে তথ্য পেয়েছি বলে আমরা ৪৫ টি পরিবার খাস জমি পেয়েছি । তানজিলা বেগম জানান যে, ইউনিয়ন পরিষদ এর সকল তথ্য আমাদের নিকট থাকায় আমরা আজকে সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছি এবং তা পাচ্ছি সুডেন্ট কাউন্সিল এর সদস্য লাবনী বেগম  আলোচনায় বলেন যে, আমাদের স্কুলে যে সকল বরাদ্দ আসে তা আমাদের জানানো হয় এবং শিক্ষকদের সহযোগিতা নিয়ে আমরা সকল কাজ করে থাকি । প্রধান অতিথি বলেন যে,ইউএসএস একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই হতদরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে, এখানে দলের মহিলাগণ আছেন তারা তাদের অধিকার বিষয়ে সচেতন, এবং দলের মধ্যে স্বচ্ছতা রয়েছে, তাদের মত প্রশাসনে স্বচ্ছতা নিয়ে আসা উচিত। বিশেষ অতিথি জনাব আজাদুল হক প্রামানিক বলেন যে,সরকারী যে সব প্রকল্প বাস্তবায়ন করা হয়,সেখানে সামজিক নিরীক্ষার কথা বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের যেসব প্রকল্প বাস্তবায়ন করা হয়, তা সামাজিক নিরীক্ষা করা হলে স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে। সভাপতি তার বক্তব্যে বলেন যে“ আমি ভোগডাবুরী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, আমার ইচ্ছা আছে যে আমি যেসব কর্মসুচী বাস্তবায়ন করবো তার মধ্যে স্বচ্ছতা নিয়ে আসবো,স্বচ্ছতার সাথে কাজ করবো, আপনারা আমাকে সহযোগিতা করবেন”।সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1465896389599312228

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item