শিয়া মসজিদে হামলার সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিনিধিঃ
বগুড়ায় শিয়া মসজিদে হামলায় জড়িত সন্দেহভাজন জঙ্গি সদস্য শিবগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) গাজিউর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বুড়িগঞ্জ ইউনিয়নের জামতলি গ্রামে পুলিশের অভিযানের সময় গোলাগুলির এ ঘটনা ঘটে।তিনি বলছেন, নিহত মো. কাউছার (২৫) জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একজন সদস্য। শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনায় গ্রেপ্তার এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কাউছারের সরাসরি অংশ নেওয়ার কথা আদালতকে বলেছিলেন। ঢাকার কালশীতে মঙ্গলবার ভোরে নিহত দুইজনের মধ্যে সুলতান মাহমুদ ওরফে কামাল ওরফে রানাও বগুড়ার শিয়া মসজিদে হামলায় জাড়িত ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। বগুড়ার ঘটনার বিবরণে সহকারী পুলিশ সুপার বলেন, কাউছার ও তার সহযোগীরা শিবগঞ্জের কোনো এক স্থানে হামলা করার ‘প্রস্তুতি নিচ্ছে’ খবর পেয়ে গভীর রাতে জামতলি গ্রামের লোহার ব্রিজের নিচে অবস্থান নেয় পুলিশ। সাড়ে ৩টার দিকে ‘তিন-চারজন জেএমবি সদস্য’ ওই পথ দিয়ে যাওয়ার সময় পুলিশ টর্চ লাইট জ্বেলে তাদের থামার সংকেত দেয়।“কাউছার ও তার সহযোগীরা পুলিশের সংকেতে না থেমে কয়েকটি হাতবোমায় বিস্ফোরণ ঘটায় এবং গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। সে সময় আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়।”গোলগুলির পর এক পর্যায়ে রাস্তার পাশ থেকে কাউছারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে গাজিউর রহমান জানান।   তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, দুটি গুলি, পাঁচটি হাতবোমা, দুটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করেছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, “কাউছার নিজে শিয়া মসজিদের হামলায় অংশ নিয়েছিল। এর আগে গ্রেপ্তার একজন জবানবন্দিতে কাউছারের নাম বলার পর থেকে তাকে খোঁজা হচ্ছিল।”২০১৫ সালের ২৬ নভেম্বরে শিবগঞ্জের হরিপুরে আল মস্তেফা শিয়া মসজিদে মাগরিবের নামাজের সময় ওই হামলা হয়। নামাজরতরা যখন সিজদায়, তখন তিন যুবক গুলি চালিয়ে পালিয়ে যায়।ওই ঘটনায় মসজিদের মোয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন নিহত হন। আহত হন ইমাম শাহিনুর রহমান এবং তাহের মিস্ত্রি ও আফতাব আলী নামে স্থানীয় দুই বাসিন্দা।

পুরোনো সংবাদ

প্রধান খবর 3212886539514403190

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item