প্রয়োজনে কাবা শরিফ-মসজিদে নববির নিরপত্তা দেবে বাংলাদেশ-প্রধানমন্ত্রী

ডেস্কঃ
প্রয়োজনে পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববির নিরপত্তা দেয়ার জন্য সেনাবাহিনী পাঠানো হবে বালে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মন্ত্রিসভাকে জানিয়েছেন, প্রয়োজনে কাবা শরিফ ও মসজিদে নববি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে পাঠানো হবে। তবে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়টি অবহিত করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।আজকের মন্ত্রিসভার বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এবং ব্রিফিং অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আইন- ২০১৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে। তিনি বলেন, এত দিন দেশে বিএনসিসির কোনো আইনি কাঠামো ছিল না। নতুন এ আইনের আওতায় বিএনসিসি অধিদপ্তর গঠন করা হবে। এর প্রধান হবেন মহাপরিচালক এবং প্রতিরক্ষা সচিবের নেতৃত্বে উপদেষ্টা কমিটি থাকবে বলেও  জানানো হয়।

পুরোনো সংবাদ

প্রধান খবর 3555193361540081363

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item