তিতুমীর এক্সপ্রেস ট্রেনে চোরাচালানি বিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশ ও হিজড়াদের সংঘর্ষে ৬ পুলিশ আহত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৯ জুন॥
আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে চোরাচালানি বিরোধী  অভিযান চালাতে গিয়ে নীলফামারীর সৈয়দপুর স্টেশনে  জিআরপি পুলিশ ও হিজড়াদের সাথে তুমুল সৎঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোঁরাছুরি ও সংঘর্ষে ৬ পুলিশ গুরুতর আহত হয়। এ সময় পুলিশ ৫ হিজরাকে আটক করে। আহত পুলিশদের সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটি গামী  আন্তঃনগর ট্রেনে একদল হিজরা ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল বহন করে নিয়ে আসছিল। গোপন সংবাদে সৈয়দপুর রেলস্টেশনে বৃহস্পতিবার দুপুর সারে ১২টায় অবস্থান নেয় সৈয়দপুর জিআরপি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ ও সিনিয়র সহকারি পুলিশ সুপার কাজী আহসান হাবিবের নেতৃত্বে জিআরপি থানা পুলিশ। ট্রেনটি এলে জিআরপি অভিযান শুরু করে ভারতীয় মসলা সহ বিপুল পরিমান ভারতীয় হরলিক্স আটক করে। ট্রেনটি ছেড়ে চলে যাওয়ার পর স্টেশনের প্লাটফর্মে হিজড়ার দল তাদের আটককৃত মালামাল ফেরতের দাবি জানিয়ে পুলিশের উপর চড়াও হয়। এতে বেঁেধ যায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ।  এতে ৬ পুলিশ আহত হয়। পুলিশ ৫ হিজরাকে আটক করে। আহত পুলিশের মধ্যে সৈয়দপুর জিআরপি থানার কনষ্টেবল সুজন (৩৮), রবিউল ইসলামের(৩৮) অবস্থা আশংঙ্কাজনক (৩৮) । তাদের সহ ৬ পুলিশকে সৈঢয়দপুর রেলহাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক এম আর আলম ঝন্টু আহত হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সৈয়দপুর জিআরপি থানার ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 54797531741714840

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item