সৈয়দপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১ জুন॥
নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর স্কুল এন্ড কলেজে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মে) রাতে চরের দল ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ কার্যালয়, সহকারী প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক-শিক্ষিকা কমনরুম ও কম্পিউটার রুমের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশে করে কলেজের আলমিরায় ও স্ট্রিলের ফাইল কেবিনেটে তালা ভেঙ্গে নগদ প্রায় ৬৫-৭০ হাজার টাকা নিয়ে যায়।
কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, কলেজের নৈশ প্রহরী জহুরুল হক ঘুমিয়ে পড়ায় সুযোগে চুরির এ ঘটনাটি ঘটে। এ সময় চোরেরা কলেজের উল্লিখিত রুমের আলমিরা ফাইল ক্যাবিনেটের ড্রয়ার ভাংচুর করে বিভিন্ন ফাইল ও কাগজপত্র তছনছ করে ও প্রতিষ্ঠানের ৬৫-৭০ হাজার টাকা নিয়ে যায়।
আজ বুধবার সকালে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম কলেজে চুরির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 270942324252634103

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item