তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন জমে উঠেছে

ফজলুর রহমান, পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ

দীর্ঘদিন পর রংপুরের পীরগাছার বহুল আলোচিত তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ১৯জুন নির্ধারন করে নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়েছে। নির্বাচনী তফশীল ঘোষনা অনুযায়ী ৫ জন প্রার্থী মনোনয়ন গ্রহন ও জমা প্রদান করে। মনোনয়ন প্রাপ্ত ৫ জন প্রার্থী ভোটে অংশ গ্রহন করছেন। তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের নির্বাচনের প্রার্থীরা হলেন ইউনুছ আলী( ক্রমিক নং০১), মোখলেছুর রহমান মুকুল(ক্রমিক নং০২), মোস্তাফিজার রহমান মুকুল (ক্রমিক নং ০৩), শুনীল পাল (ক্রমিক নং ০৪),হাবিবুর রহমান ( ক্রমিক নং ০৫)। রমজানের দিন হলেও বর্তমানে সন্ধার পর নির্বাচন জমে উঠেছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬শত ৭৯ জন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।
উল্লেখ্য যে, তৎকালীন সময়ে চড়াই-উৎরাই পেরিয়ে তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্টিত হয়েছিল। শিক্ষক অপহরনের মধ্য দিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের পর প্রধান শিক্ষকসহ ৫ টি শুন্য পদে একে একে শিক্ষক নিয়োগ করেন। নিয়োগকালে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি প্রায় ৩০ লাখ টাকা বানিজ্য করেন। ওই সময়ে নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক সর্বশেষ তিনটি পদের নিয়োগে ১৫ লাখ টাকা বানিজ্য করেন। সেই টাকা দিয়ে বিদ্যালয়ের গেট ও প্রাচীর তৈরীর কথা বললেও শেষ পর্যন্ত কোন কাজই হয়নি। গত ১৪ এপ্রিল-২০১৪সালে কমিটির মেয়াদ শেষ হলে প্রধান শিক্ষক কৌশলে নির্বাচন না দিয়ে এডহক কমিটি গঠন সাপেক্ষে বিদ্যালয় পরিচালনা করে থাকেন।

পুরোনো সংবাদ

রংপুর 459258492396854830

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item