পাগলাপীরে বৈদ্যুতিক তার ছিড়ে অল্পের জন্য শতাধিক মানুষের প্রাণ রক্ষা

হাবিবুর রহমান সেলিমপাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে রংপুর পবিস ২এর তার ছিড়ে মাটিতে পড়ে অল্পের জন্য বিদ্যুত পিষ্ঠের কবল থেকে শতাধিক মানুষ প্রাণ রক্ষা পেলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাগলাপীর বন্দরের লাহেড়ীর হাট শ্যামপুর সড়কের মোড়ে রাজু হেয়ার ড্রেসার সেলুনের দোকানের সামনে এ অপ্রতিকর ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী গামেন্টস কাপড় ব্যবসায়ী বাদশা, পানসিগারেট ব্যবসায়ী লাজু, সোর্স হামিদুল সহ পাগলাপীরের বিভিন্ন মহল জানান, রাজু সেলুনের দোকানের সামনে খুটি হতে রংপুর রোডের পাগলাপীর হোটেল পর্যন্ত খুটিতে লাগানো পল্লী বিদ্যুতের ড্রোপ তারে অগণিত কাক পাখি সাড়ি বদ্ধ ভাবে লাফালাফি ঝাপাঝাপি করার কারণে বৈদ্যুতিক তারে অতিরিক্ত চাপ পেয়ে রাজু সেলুনের দোকানের সামনের খুটিতে ফায়ার করলে তার ছিড়ে মাটিতে পড়ে এ অবস্থায় আশপাশের দোকানদার সহ  পথচারীরা বিদ্যুত পিষ্ঠের আশঙ্কায় তারা আতঙ্কে পালিয়ে প্রাণ রক্ষা করে।

পুরোনো সংবাদ

রংপুর 5755948514783155960

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item