পাগলাপীরে মাহে রমজানকে উপেক্ষা করে দেদারছে বিক্রি হচ্ছে মাদকদ্রব্য

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান মাসকে উপক্ষো করে রংপুরের পাগলাপীরে অবাধে বিক্রি হচ্ছে মাদক দ্রব্য । প্রতিরোধে থানা পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোন ভুমিকা না থাকায় আজ পাগলাপীরের সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠছে। জানাগেছে সাম্প্রতি পাগলাপীরে মাদকদ্রব্য সেবন ও বিক্রি তুলনামুলক ভাবে বৃদ্ধি পেয়েছে। মদ গাজা ভাং তাড়ি ফেন্সিডিল হেরোইন আফিম ইয়াবা সহ যতপ্রকার মাদক দ্রব্য আছে সবই এখন পাগলাপীর সহ ইউনিয়নের বিভিন্ন স্পটে বিক্রি হচ্ছে। খোজ নিয়ে জানা যায়, এক শ্রেনীর মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য আমদানী করে  মাদকসেবীদের (নেশাখোরদের) সেলস ম্যানেজার বানিয়ে তাদের মাধ্যমে বিক্রি করছেন এইসব মাদকদ্রব্য। পাগলাপীর বন্দরের বিভিন্ন বাস কোর্স স্ট্যান্ডে দোকান পাটের পিছনে ফেরি করে বিক্রি করা হচ্ছে মাদকদ্রব্য। আজকাল এমনও শোনা যাচ্ছে আলোয়া কুড়ি দুর্গামন্দির সামন সহ পাগলাপীরসহ ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লার মোড়ে উঠতি বয়সের তরুণ যুবক নেশাখোররা মাদকদ্রব্য বিক্রি করছেন। পাগলাপীরের বিভিন্ন মহলের অভিযোগ দেশজুড়ে চলছে পবিত্র মাহে রমজান মাস,সিয়াম সাধনার মাস, তাই সরকার পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মাদকসেবন ও বিক্রি বন্ধে পুলিশের সারাশি অভিযান অব্যহত চললেও পাগলাপীরের মাদক বিক্রেতারা আটক ও গ্রেফতার হওয়ায় ধরা ছোয়ার বাইরে। অভিযোগ উঠছে পাগলাপীরের মাদক বিক্রেতারা স্থানীয় পুলিশ ডিবি ও র‌্যারেব সোর্সদের সহযোগীতায় থানায় কনট্যাকট করে তারা এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তবে মাঝে মধ্যে কোন মাদক ব্যবসায়ী গ্রেফতার বা আটক হলেও থানায় নিয়ে যাওয়ার পথে অথবা কোর্টে টাকার বিনিময়ে ছাড়া পেয়ে পুনরায় চালিয়ে যাচ্ছেন মাদকব্যবসা। একজন মাদক ব্যবসায়ী একবার গ্রেফতার কিংবা আটক হলে তাদেরকে আর দ্বিতীয় বারের মত হয়রানির শিকার হতে হয়না । কেননা গ্রেফতারের সময় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে উৎকোচের চুক্তি হওয়ায় উল্টো মাদক ব্যবসায়ীরা এলাকায় পুলিশ ডিবি র‌্যাবের সোর্স বলে পরিচয়  দিচ্ছেন। ফলে  মাদক ব্যবসায়ী ও পুলিশের খোলামেলা দহরম মহরম থাকায় মাদক সেবন ও বিক্রি  কোন ক্রমে বন্ধ হচেছ না। তবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকার সচেতন মহল প্রতিবাদ করলে উল্টো পুলিশের হয়রানির শিকার হচেছন প্রতিবাদ কারীরা। ফলে মাদক বিক্রি ও সেবন বন্ধের প্রতিবাদের ভাষা দিন দিন হারিয়ে যাওয়ায় আজ পাগলাপীর মাদকদ্রব্যের স্বর্গের রাজ্যে পরিনত হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 467046728049747403

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item