মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পীরগাছায় শিক্ষক ও ব্যবসায়ীদের মানববন্ধন

ফজলুর রহমান, পীরগাছা প্রতিনিধি, রংপুরঃ
রংপুরের পীরগাছায়  আপন ২ ভগ্নিপতি ও এক স্কুল শিক্ষকের নামে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে গতকাল বুধবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও ব্যবসায়ীবৃন্দ। মানববন্ধন শেষে তারা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন এবং আন্দোলন কর্মসূচী ঘোষনা করেন।
জানা গেছে, উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার বিধবা স্ত্রী ও মনুরছড়া গ্রামের মৃত হারেছ তহশিলদার এর মেয়ে নুরুনাহার লিলি (৪০) গত ২৯ মে তার আপন ভগ্নিপতি উপ-সহকারি কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম চাঁন্দ মিয়া, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ছপু এবং শরিফ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৈয়দ ফয়জুল ইসলামসহ ৭ জনের নামে পীরগাছা থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। এঘটনায় পীরগাছা থানা পুলিশ স্কুল শিক্ষক সৈয়দ ফয়জুল ইসলামসহ ২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। মিথ্যা ধর্ষণ মামলায় আপন ২ ভগ্নিপতিকে জড়ানো ও ওই স্কুল শিক্ষকের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে পীরগাছা উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করেন শিক্ষক ও ব্যবসায়ী মহল। এসময় বক্তব্য দেন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি শাহীনুর ইসলাম, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, প্রভাষক আহম্মদ হোসেন, শিক্ষক নেতা আবুল কাশেম, সধীর চন্দ্র বর্মণসহ অনেকে। এসময় শিক্ষক নেতারা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন এবং অবিলম্বে গ্রেফতারকৃত শিক্ষকের মুক্তির দাবিতে কর্ম বিরতিসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচী ঘোষনা করেন।

পুরোনো সংবাদ

রংপুর 3235146980329334764

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item