পাগলাপীরে কলার লাগামহীন মূল্যে বেসামাল রোজদাররা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরের বিভিন্ন হাট বাজারে কলার মূল্য বৃদ্ধিতে ভুক্তভোগি ক্রেতা সাধারন অতিষ্ট হয়ে পড়েছেন। বিশেষ করে পবিত্র মাহে রমজান মাসে কলার লাগামহীন মূল্য বৃদ্ধিতে বেসামাল হয়ে পরছেন অঞ্চলের রোজদার সহ ধর্ম প্রাণ মুসল্লিরা।  জানাগেছে পাগলাপীর অঞ্চলের বিভিন্ন হাট বাজারে ব্যবসায়ীরা ২ দিন আগে  যে মালভোগ কলার প্রতি হালি ১২/১৬ টাকা দরে বিক্রয় করেছিলেন এখন দাম বেড়ে যাওয়ায় ২৪/২৮ টাকা দরে বিক্রি করছেন। চিনি চম্পা প্রতি হালি ৮/১০ টাকা দরে বিক্রি করলেও দাম বেড়ে যাওয়ায় ১৫/২০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সরেজমিনে গতকাল মঙ্গলবার পাগলাপীর বন্দর ও হরকলি হাট সহ অঞ্চলের বিভিন্ন হাটবাজারে ব্যবসায়ীরা জানান সাগর সহ অন্যান্য জাতের কলার আমদানী না থাকায় সাগর ও চিনি চম্পা কলার মূল্য দ্বিগুন বৃদ্ধি পেয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 1001509687399025108

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item